শনিবার কলকাতায় পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গলের তারকা বিদেশি সেন্টারব্যাক ইভান গঞ্জালেজ (Ivan Gonzalez)। ভারতীয় ফুটবলের অত্যন্ত পরীক্ষিত ফুটবলার এই স্প্যানিশ তারকা।
Advertisements
লাল হলুদে খেলার আগে তিনি খেলেছিলেন এফসি গোয়াতে।ফুটবল কেরিয়ার শুরু রিয়াল মাদ্রিদের জুনিয়র দলের হয়ে।কলকাতায় পা রাখার সাথে সাথে সমর্থক’দের ভালোবাসায় ভাসলেন এই ফুটবলার।
বিমানবন্দরে নামার সাথে সাথে সমর্থক’দের ভালোবাসায় আপ্লুত ইভান। মেটালেন সমর্থক’দের সেল্ফি তোলার আব্দার।স্প্যানিশ ফুটবলারের সামনেই ‘ জয় ইস্টবেঙ্গল ‘ ধ্বনি’তুললেন তারা।
Advertisements
ইতিমধ্যে তিন বিদেশি ফুটবলার এসে হাজির হয়েছেন ইস্টবেঙ্গলে।ইভান আসায় দারুণ খুশি ইস্টবেঙ্গল সমর্থক’রা,সেটা স্পষ্ট।তাই তো এদিন বৃষ্টির দিনে স্প্যানিশ তারকা’কে নিতে বিমান বন্দরে হাজির হয়েছিলেন তারা।



