Calcutta League: আজ কাস্টমসের মুখোমুখি ইস্টবেঙ্গল, দলে ফিরবেন সার্থক-গুইতে?

Emami East Bengal's Reserve Team to Face Kolkata Customs

তিনটে বছর পর কলকাতা লিগে (Calcutta League) নিজেদের দল নামিয়েছে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তবে এক্ষেত্রে সিনিয়র দলের বদলে দলের জুনিয়র ও রিজার্ভ ফুটবলারদের দিয়ে টুর্নামেন্টে খেলানোর সিদ্ধান্ত নিলেও একটুও উন্মাদনা কমেনি দলের সমর্থকদের মধ্যে।

তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেনবো এফসির কাছে আটকে গেলেও পরের ম্যাচে ওয়েস্ট পুলিশকে হারিয়ে ছন্দে ফেরে লাল-হলুদ ব্রিগেড। তারপর থেকে জয়ের ধারা বজায় রেখেছে বিনো জর্জের ছেলেরা। মাঝে বিএসএস ও শক্তিশালী ভবানীপুর দলের বিরুদ্ধে ড্র করলেও পরবর্তীকালে ইস্টার্ন রেলওয়ে থেকে শুরু করে উয়াড়ী অ্যাথলেটিক ক্লাব হোক কিংবা পুলিশ অ্যাথলেটিক ক্লাব, সকলের বিপক্ষেই জয় তুলে এনেছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ময়দানের অন্যতম শক্তিশালী ক্লাব এরিয়ানের বিপক্ষে ও জয় এসেছে কলকাতার এই প্রধানের। সেই ধারা বজায় রাখাই লক্ষ্য এবার লাল-হলুদের।

   

আজ বিকেল ৩টে নাগাদ নিজেদের ঘরের মাঠে কলকাতা কাস্টমস দলের বিপক্ষে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। সুপার সিক্সের রাস্তা প্রশস্ত করতে আজ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই অন্যতম লক্ষ্য থাকবে তুহিন-জেসিনদের। তবে চোট আঘাতের সমস্যা এখনো চিন্তায় রাখছে দলের কোচ বিনো জর্জকে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে দ্বীপ সাহা থেকে শুরু করে কুশ ছেত্রী এমনকি রোশেলদের চোট এখনো ভোগাচ্ছে তাদের। যারফলে, আজকের একাদশে অনেকটাই অনিশ্চিত এই তিন তারকা। এছাড়াও জ্বরের সমস্যা দেখা দিলেও এখন অনেকটাই সুস্থ আমন সিকে। তবে এই পরিস্থিতিতে বিনো জর্জ আদৌ তাকে শুরু থেকেই খেলানোর কথা ভাববেন কিনা সেটাই বড় প্রশ্ন।

তবে চোট সারিয়ে অনেকটাই ফিট হয়ে উঠেছেন দলের সিনিয়র ফুটবলার সার্থক গোলুই। তাই আজ শুরু থেকেই তাকে মাঠে নামাতে পারেন বিনো জর্জ। পাশাপাশি জ্বরের কবল থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন দলের ফুটবলার ভানলালপেকা গুইতে। তাই আজ কিছুটা হলেও ভরসা পাবে লাল-হলুদের আক্রমণভাগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন