Alex Lima: কলকাতায় পা দিয়ে লাল হলুদের উত্তাপ টের পেলেন লিমা

Alex Lima arrived in Kolkata

শুক্রবার কলকাতায় এসে গেলেন ইমামি ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেক্স লিমা (Alex Lima)। শুক্রবার সকাল সকাল একটা অদ্ভুত আনন্দের রেশ ছিলো কলকাতা বিমান বন্দরে, আলেক্স লিমা আসছেন বলে কথা।

Alex Lima

   

সকাল ৮: ১০ এর ফ্লাইটে নামনে তিনি, তাকে উষ্ণ অভ‍্যার্থনা জানাতে বিমান বন্দরে হাজির ছিলেন লাল হলুদের কর্মকর্তা’রা।লিমাকে উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।কলকাতায় পা রাখার সাথে সাথে লিমা টের পেলেন ইস্টবেঙ্গল ক্লাবের মানে কি।

ইস্টবেঙ্গলে আসার আগে লিমা খেলেছিলেন জামশেদপুরে।এই সৃষ্টিশীল মিডফিল্ডার’কে বাছাই করেছিলেন খোদ লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।আজ কলকাতায় এসেছেন, বিকেলেই অনুশীলনে নেমে পরবেন লিমা।কলকাতায় আসার আগে ব‍্যক্তিগত উদ্দ‍্যোগে ফিটনেস অনুশীলন চালিয়েছিলেন লিমা।এবার লাল হলুদ জার্সি গায়ে কি ম‍্যাজিক দেখান তিনি ,নজর থাকবে সেই দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন