Emami East Bengal : মহিতোষদের কেন ফেরানো হল সিনিয়র টিম থেকে? জানুন সত্যিটা

ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) রিজার্ভ দল থেকে সিনিয়র দলের অনুশীলনে জায়গা দেওয়া হয়েছিল। দিক কয়েক যেতে না যেতেই সিনিয়র দল থেকে সরানো হল একাধিক…

East Bengal won the derby in London

ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) রিজার্ভ দল থেকে সিনিয়র দলের অনুশীলনে জায়গা দেওয়া হয়েছিল। দিক কয়েক যেতে না যেতেই সিনিয়র দল থেকে সরানো হল একাধিক বঙ্গ তনয়কে। আলোচনায় শুভম ভৌমিক, মহিতোষ রায়-রা।

আরও পড়ুন: Kolkata Derby: ডার্বির চিন্তা মাথায় নেই লাল-হলুদ কোচের

সিনিয়র দলে জায়গা পাওয়ার পরেও কেন ঠাঁই হল না মহিতোষদের? এই প্রশ্ন সম্প্রতি ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ঘুরপাক খেয়েছে। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে ফুটবল মহলে কানাঘুষো। যার সারমর্ম এই – আলোচিত ফুটবলাররা নিজেদের কৃত কর্মের জন্যই এখন সিনিয়র দলের বাইরে।

আরও পড়ুন: Jordan O’Doherty: ইস্টবেঙ্গলকে চাপে ফেলতে পারে জর্ডনের দুর্বলতা

শোনা যাচ্ছে, বলা ভালো অভিযোগ, এটিকে মোহন বাগানের নামে দল বদলের বাজারে কিছু গুজব রটানো হয়েছিল। শুভম, মহিতোষদের এটিকে মোহন বাগান দলে নিতে ইচ্ছুক এমন গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল ময়দানে। আর এই গুজব রটানোর কারিগর হিসেবে কাঠগড়া তোলা হচ্ছে আলোচিত ফুটবলার এবং তাঁদের এজেন্টদের। বিষয়টা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানার পরেই তাঁদের সিনিয়র দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন: Durand Cup: বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে

ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে মহিতোষের খেলা অনেক সমর্থকদের ভালো লেগেছিল। কিন্তু কোচ স্টিফেন কনস্টানটাইন তাঁদের পারফরম্যান্সে খুশি ছিলেন না বলেও শোনা যাচ্ছে। সেই সঙ্গে ওরকম অভিযোগ। তাই দুইয়ে দুইয়ে চার হতে দেরি হয়নি বলে অনেকের অনুমান।