
সমস্যা রয়েই যাচ্ছে। অনুশীন শুরু হওয়ার দিন কয়েক পর থেকে শোনা যাচ্ছিল যে অন্য মাঠে প্র্যাকটিস করতে পারে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। এখনও তেমন সম্ভাবনা রয়েছে বলে খবর।
টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। রবিবার রাত থেকে শুরু হয়েছিল হালকা বৃষ্টি। সোমবার দফায় দফায় বেড়েছে বৃষ্টির মাত্রা। আরও দুই একদিন বৃষ্টি হতে পারে। লাগাতার বৃষ্টির ফলে মাঠের অবস্থা কেমন থাকবে সে ব্যাপারে প্রশ্ন থাকবে।
লাল হলুদ ক্লাবের মাঠে অনুশীলন করছে ইমামি ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্টানটাইন অনুশীলন শুরু করার দিন কয়েক পরেই মাঠের অবস্থা বা দশা উঠে এসেছিল সামাজিক মাধ্যমে। মাঠের ছবি পোস্ট করে ইস্টবেঙ্গল সমর্থকরাই উদ্বেগ প্রকাশ করেছেন। অনুশীলন করতে গিয়ে ইতিমধ্যে চোট সমস্যায় পড়েছিল ইমামি ইস্টবেঙ্গল।
ক্লাব অন্য মাঠ খুঁজছে এ কথা আগেও শোনা গিয়েছিল। সাই এর মাঠ সহ একাধিক জায়গার নাম ভেসে বেরিয়েছিল ময়দানে। শেষ পর্যন্ত কোনোটাই বাস্তবায়িত হয়নি। কাদা মাঠেই অনুশীলন করাতে হচ্ছে ভারতের প্রাক্তন কোচকে। মাঠ বদল করার সম্ভাবনা এখনও রয়েছে বলে জানা যাচ্ছে। চেষ্টা করে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।










