Emami East Bengal: দুই বঙ্গ তরুণকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

নতুন মরশুমের জন্য এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal ) ক্লাব। সপ্তাহ কয়েক আগেই তারা প্রি-কনট্রাক্ট সাইন করিয়েছে…

Emami East Bengal, signing, Bengal youngsters, Bijay Murmu, Chaku Mandi, football.

নতুন মরশুমের জন্য এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal ) ক্লাব। সপ্তাহ কয়েক আগেই তারা প্রি-কনট্রাক্ট সাইন করিয়েছে পাঞ্জাব এফসির অন্যতম ভরসাযোগ্য তারকা মাদিহ তালালকে। এছাড়াও আইএসএলের বেশকিছু ফুটবলার রয়েছে ম্যানেজমেন্টের নজরে। 

Advertisements

মনে করা হচ্ছে, চলতি মাসের শেষেই ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। এসবের মাঝেই নিজেদের জুনিয়র দলের বেশকিছু ফুটবলারদের সিনিয়র দলে প্রোমট করেছে লাল-হলুদ ব্রিগেড। যাদের মধ্যে রয়েছেন সায়ন ব্যানার্জি থেকে শুরু করে অজয় ছেত্রী, পিভি বিষ্ণু ও আমন সিকের মতো ফুটবলাররা।

Advertisements

এমনকি শ্যামল বেসড়া এবং মাহিতোষের মতো তরুণ প্রতিভাদের ও প্রমোট করা হয়েছে মূল দলে। অর্থাৎ তারকা ফুটবলারদের পাশাপাশি নয়া প্রতিভাদের মিশ্রনে দল সাজাতে চাইছেন কোচ। অন্যদিকে, রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ইস্টজোন চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায়ে চলে গেছে লাল-হলুদের ছোটরা। এবার জাতীয় স্তরের লড়াই। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার বাংলার দুই তরুণ প্রতিভাদের সাইন করাল কলকাতা ময়দানের এই প্রধান দল। তাদের মধ্যে রয়েছেন চাকু মান্ডি এবং বিজয় মুর্মু। কলকাতা ময়দানে বর্তমানে যথেষ্ট পরিচিত এই দুই ফুটবলার।

উল্লেখ্য, এবারের কলকাতা ফুটবল লিগে অন্যতম দাপুটে ফুটবল ক্লাব ভবানীপুরের হয়ে খেলতে দেখা গিয়েছিল দুইজনকে। ভালো পারফরম্যান্সের দরুন পরবর্তীতে বাংলা দলের হয়ে সন্তোষ ট্রফিতে ও খেলার সুযোগ পান দুজনে। এবার লাল-হলুদ জার্সিতে লড়াই করতে দেখা যাবে তাদের।