IPL 2024: ২৭২! শতাধিক রানে দিল্লিকে হারাল কলকাতা

অন্যতম সেরা ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। বিশাখাপত্তনমে বড় ব্যবধানে তারা পরাজিত করল দিল্লি ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ২৭২ রান করল কলকাতা নাইট…

DC vs KKR IPL 2024

অন্যতম সেরা ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। বিশাখাপত্তনমে বড় ব্যবধানে তারা পরাজিত করল দিল্লি ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ২৭২ রান করল কলকাতা নাইট রাইডার্স। ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এটাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ইতিহাসে সর্বোচ্চ স্কোর।

ভিডিসিএ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ব্যাটে ঝড় তুলেছিলেন সুনীল নারিন। ৩৯ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। মারলেন ৭ টি চার ও ৭ টি ছয়। ৪.৩ ওভারে ফিল সল্ট (১৮) যখন আউট হলেন তখনই দলের স্কোর ৬০। নারিনকে সঙ্গত দিলেন ১৮ বছর বয়সী অংকৃষ রঘুবংশী। ২০০ স্ট্রাইক রেটে ২৭ বলেন ৫৪ রান করে আউট হলেন তিনি। আন্দ্রে রাসেল করলেন ১৯ বলে ৪১ রান। রিঙ্কু সিং এর নামের পাশে ৮ বলে ২৬ রান। কলকাতা নাইট রাইডার্স ২৭২/৭। দিল্লির বোলাররা যে প্রচুর রান দিয়েছেন সেটা নাইটদের মোট রান থেকেই স্পষ্ট।

তার মধ্যেও ইশান্ত শর্মার একটি ডেলিভারি হল মনে রাখার মতো। কপি বুক থেকে হুবহু তুলে আনা ইয়র্কারে ক্লিন বোল্ড করেছেন রাসেলকে। মাটিতে মুখ থুবড়ে পড়লেন রাসেল। বল আছড়ে পড়ল উইকেটে। উঠে দাঁড়িয়ে ইশান্ত শর্মাকে অভিবাদন জানান দ্রে রাস।

চাপের মুখে দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডার উইকেট হারাতে থাকে দ্রুত গতিতে। ৩৩ রানে ৪ উইকেটের পতন। রুখে দাঁড়ালেন অধিনায়ক ঋষভ করে ও ক্রিস্টন স্টাবস। এই দুই ব্যাটার উইকেটে যতক্ষণ রইলেন ততক্ষণ লড়াই চালাল দিল্লি। এবার বল হাতে চমক দিলেন বরুণ চক্রবর্তী। পরপর ফেরালেন ঋষভ ও স্টাবসকে। বরুণ এদিন নিলেন ৩ উইকেট। বৈভব অরোরাও তিন উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ১০৬ রানে থামে দিল্লি ক্যাপিটালসের ইনিংস। দ্বিতীয় ইনিংস দীর্ঘায়িত হল ১৭.২ ওভার পর্যন্ত। কেকেআর ম্যাচ জিতল ১০৬ রানে।