Emami East Bengal : ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে আরেক অস্ট্রেলিয়ান ফুটবলারের নাম জড়াল ইস্টবেঙ্গলের সঙ্গে

Emami East Bengal

এখনও অবধি নিশ্চিত নয় কে হতে চলেছেন ইস্টবেঙ্গলের (Emami East Bengal) ষষ্ঠ বিদেশি ফুটবলার।খুব শীঘ্রই সেই ফুটবলারের নাম ঘোষণা করা হবে ক্লাবের তরফে।এই জন্যে এই মুহূর্তে চলছে খোঁজ।

Advertisements

এই রকম একটি সময় ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার মিডফিল্ডার ড‍্যানিয়াল বউমানের নাম জড়ালো ইস্টবেঙ্গলের সাথে।অস্ট্রেলিয়ার যুব দলের হয়ে খেলা এই ফুটবলার দেশের একাধিক প্রথম সারির ক্লাবে খেলেছিলেন।টোকিও অলিম্পিকে দেশকে সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

   

২০২২ সালে গ্রীসের ক্লাব কাভালা’তে যোগদান করেছিলেন তিনি।তাকে দলে পেতে খোঁজ চালাচ্ছে ইস্টবেঙ্গল।দেখা যাক শেষ অবধি এই Deal Done হয় কি না। এর আগে অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার Brad Inman এর নাম জড়িয়েছিলো লাল হলুদ ব্রিগেডের সাথে।

Advertisements

তিরিশ বছর বয়সী এই অজি আক্রমণ ভাগের ফুটবলার গত মরশুমে মুম্বই সিটিতে খেলেছিলেন।অস্ট্রেলিয়ার একাধিক নামজাদা ক্লাবে খেলার পাশাপাশি এটিকে মোহনবাগান, ওড়িশা’তেও খেলেছিলেন এই ফুটবলার।তার পূর্বে ভারতে খেলার অভিজ্ঞতা তাকে ইস্টবেঙ্গলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলেই মনে করছিল বিশেষজ্ঞরা।