Emami East Bengal : চমক! লাল-হলুদ অনুশীলনে কাজে লাগানো হচ্ছে অত্যাধুনিক এই প্রযুক্তি

Emami East Bengal practice without two coaches

ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) অনুশীলনে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি। দুই কোচের অবর্তমানেও প্র্যাকটিসে কোনো ত্রুটি রাখতে চায়নি ম্যানেজমেন্ট। প্রযুক্তির সাহায্য নিয়ে চলল অনুশীলন।

Advertisements

ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলনে জিপিএস ভেস্টের সাহায্য নেওয়া হয়েছে। অনুশীলনের সময় বিশেষ এই ভেস্ট গায়ে পরেছিলেন ফুটবলাররা। আধুনিক ফুটবলে জিপিএস ভেস্ট জরুরি ভূমিকা পালন করে। ইস্টবেঙ্গলও হাঁটছে সেই পথে।

আপাতত দিন কয়েক অনুশীলন করাতে পারবেন না দলের হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। তাঁর সহকারী বিনো জর্জেরও করোনা রিপোর্ট পজিটিভ বলে খবর। এই পরিস্থিতিতে দুই কোচকে ছাড়াই লাল হলুদ শিবিরে চলছে অনুশীলন।

Advertisements

খুব তাড়াতাড়ি দুই কোচ মাঠে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। এদিনের অনুশীলনে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়েছিল। সেই সঙ্গে দৌড় ও ফিটনেস। বল পায়ে অনুশীলন তুলনামূলক কম হয়েছে।