অনুশীলন শুরু হয়ে গিয়েছে। এদিকে নেই কোনো ফিটনেস কোচ। ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) শিবির থেকে ইতিমধ্যে পাওয়া গিয়েছে চোট আঘাত সমস্যার খবর।
ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে অনুশীলন করছে লাল হলুদ শিবির। বৃষ্টি ভেজা মাঠের অবস্থা তথৈবচ। ইতিমধ্যে একাধিক ফুটবলার চোট পেয়েছেন এমন খবর পাওয়া গিয়েছিল। যার মধ্যে অনিকেত যাদব অন্যতম নাম। যদিও চোট যে গুরুতর এমনটাও জানা যায়নি।
কলকাতা ফুটবল শুরু হয়েছে। ডুরান্ড কাপও শুরু হতে চলেছে। এই অবস্থায় একটি পেশাদার ক্লাবে ফিটনেস কোচ নেই, এমনটা বড় বিস্ময়কর। বিশেষ করে এই আধুনিক ফুটবলের সময়ে। ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় সম্পন্ন। ভারতীয় কোনো ফুটবলার নেওয়া হলেও হতে পারে।
ফিটনেস ট্রেনার ছাড়া কীভাবে অনুশীলন চালানো হচ্ছে সে ব্যাপারে সমর্থকরা প্রশ্ন তুলেছেন। ফুটবল মহলেও বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ। ফিটনেস ট্রেনার ছাড়াও দলের সঙ্গে নেই সাপোর্ট স্টাফ কিংবা গোলকিপার কোচ।