East Bengal: মাদিহ তালাল প্রসঙ্গে কী বললেন ইমামি কর্তা? জানুন

আজ সকালেই মাদিহ তালালের নাম সরকারিভাবে ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দুইটি মরশুমের জন্য লাল-হলুদের জার্সিতে খেলতে দেখা যাবে এই ফরাসি ফুটবলারকে। যা…

Madih Talal

আজ সকালেই মাদিহ তালালের নাম সরকারিভাবে ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দুইটি মরশুমের জন্য লাল-হলুদের জার্সিতে খেলতে দেখা যাবে এই ফরাসি ফুটবলারকে। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তার উপস্থিতি নিঃসন্দেহে বড়সড় প্রভাব ফেলবে দলের মাঝমাঠে।

যারফলে চাপে পড়ে যেতে পারে প্রতিপক্ষ দল। উল্লেখ্য, গত সিজনে পাঞ্জাব এফসির জার্সিতে নিজের জাত চিনিয়েছেন এই তারকা। স্বাভাবিকভাবেই তাকে পাওয়ার জন্য আসরে নেমেছিল একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত বাজিমাত করল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

   

এই তারকা প্রসঙ্গে এবার মুখ খুললেন ইমামি কর্তা বিভাস আগরওয়াল। তিনি বলেন, গত আইএসএল মরশুমে অন্যতম প্লে-মেকার ছিলেন। আমরা তাকে আনতে পেরে যথেষ্ট আনন্দিত। দিমিত্রিওস ডায়মান্টাকোস, ক্লেটন, ডেভিড,মহেশ, নন্দ,বিষ্ণু, সায়ন ও আমানদের পাশাপাশি তিনি ও আমাদের দলের আক্রমণভাগের সঙ্গে যুক্ত হবেন। যা ম্যাচের পারফরম্যান্সে প্রভাব ফেলবে। আমরা তার সাথে এমন গুরুত্বপূর্ণ চুক্তিটি করতে পেরে যথেষ্ট আনন্দিত।

বলাবাহুল্য, শেষ মরশুমে পাঞ্জাবের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই ফরাসি ফুটবলারের। দলের হয়ে সর্বাধিক গোল কান্ট্রিবিউশন ছিল মাদিহ তালালের। নতুন মরশুমে তাকে সামনে রেখে আদৌ কতটা সফল হতে পারে ময়দানের এই প্রধান দল সেটাই দেখার বিষয়।