Kolkata Derby : ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডাররা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন বাগানের দিকে

ডার্বির (Kolkata Derby) আগে বিদেশি ফুটবলারদের খেলিয়ে দেখে নিয়েছেন স্টিফেন কনস্টানটাইন। দুই বিদেশি ডিফেন্ডার ইভান গঞ্জালেস এবং কিরিয়াকুকে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামিয়েছিলেন। অন্যদিকে এটিকে…

Kolkata Derby

ডার্বির (Kolkata Derby) আগে বিদেশি ফুটবলারদের খেলিয়ে দেখে নিয়েছেন স্টিফেন কনস্টানটাইন। দুই বিদেশি ডিফেন্ডার ইভান গঞ্জালেস এবং কিরিয়াকুকে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামিয়েছিলেন। অন্যদিকে এটিকে মোহন বাগান যেমন গোল করেছে, তেমনই মিস করেছে গত দুই ম্যাচে।

ইমামি ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের গত দুই ম্যাচে একটি গোল করেনি, কোনো গোল হজমও করেনি। গোল না করা যদি নেতিবাচক দিক হয়ে থাকে, তাহলে নিজেদের দূর্গ অক্ষত রাখা ইতিবাচক দিক। ইভান ও কিরিয়াকু রক্ষণে একসঙ্গে খেললে বড় ম্যাচে কী প্রভাব পরে সেদিকে ফুটবল প্রেমীদের চোখ থাকবে।

   

এটিকে মোহন বাগান একজন ভালো মানের স্ট্রাইকার বা গোল করার লোকের অভাবে ভুগছে বলে ফুটবল বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। দুই প্রান্ত বরাবর লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন কিংবা কিয়ান নাসিরির দৌড় চোখে পড়লেও বাগানে কোনো পজিটিভ স্ট্রাইকার সেই অর্থে নেই। হুয়ান ফেরান্ডো দলগত খেলায় জোর দিয়েছেন।

Advertisements

সবুজ মেরুন স্কোয়াডে অভিজ্ঞ ফরোয়ার্ডের অনুপস্থিতি এবং গোল হাতছাড়া করার প্রবণতা স্টিফেন কনস্টানটাইনের চোখ এড়ায়নি নিশ্চই। বাগানের উইং প্লে রুখতে পারলে অনেকটা কাজ হলেও হতে পারে বলে অনেকে মনে করছেন। এক্ষেত্রে কিরিয়াকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কারণ তিনি সাইড ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত।