ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) কেন্দ্র করে ফের আলোচনার পারদ বাড়তে শুরু করেছে। জল্পনা অনুযায়ী একাধিক ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব। যার মধ্যে রয়েছেন তরুণ একজন ভারতীয় ডিফেন্ডার।
শোনা যাচ্ছে, কেরালার ফুটবলার অতুল উন্নিকৃষ্ণানকে দলে নিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। ২২ বছর বয়সী কেরালার এই ফুটবলারের খেলা ইতিমধ্যে বেশ প্রশংসা অর্জন করেছে। খেলেছেন মূলত রক্ষণে। লেফট ব্যাকের পাশাপাশি দলের প্রয়োজনে রাইট ব্যাকেও খেলতে পারেন।
অতুলের কলকাতা যোগ আগেও ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্রি ট্রান্সফারে অতুলকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। আগে খেলতেন কেরালা ইউনাইটেডে। তারও আগে লুসা নামের এক ক্লাবে। মোহনবাগানের অনূর্ধ্ব ১৮ দলেও ছিলেন এক সময়।
অতুলের শারীরিক গঠন উল্লেখযোগ্য। উচ্চতা প্রায় ৬ ফুট। ভালো দৌড়তে পারেন বলে জানা গিয়েছে। লাল হলুদ জার্সিতে মানিয়ে নিতে পারলে দলের সম্পদ হয়ে উঠতে পারেন তরুণ এই খেলোয়াড়।