Emami East Bengal : আরও একজন ভালো ফুটবলারকে হাতছাড়া করতে পারে লাল-হলুদ

East Bengal is going to surprise with Indian winger Alocious M in the team

শেষ পর্যন্ত আরও এক ফুটবলার হাতছাড়া হতে পারে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। জল্পনা দীর্ঘ দিন ধরে চললেও তীরে এসে তরি ডুবি হতে পারে বলে আশঙ্কা। ইন্ডিয়ান সুপার লিগের অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারেন অ্যালোসিয়াস এম।

এপ্রিল মাসের শেষ থেকে অ্যালোসিয়াস এম-কে নিয়ে জল্পনা জারি ছিল। দিন কয়েক খুব আলোচনা চলেছিল তাঁকে কেন্দ্র করে। মনে করা হয়েছিল নতুন মরসুম শুরু হওয়ার আগে দল বদলের বাজারে তাঁকে নিয়ে দর ক্রমে বাড়বে। কিন্তু তেমনটা হয়নি। আলোচনার দিনগুলোর পর চাপা পড়ে গিয়ছিলে তাঁর নাম।

   

ইমামি গোষ্ঠীর সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত জট কেটে নতুন পথ চলা শুরু হয়েছে। দল বদলের বাজারে ঝড়ের গতিতে কাজ করছে ইমামি-ইস্টবেঙ্গল। ফুটবল মহলের একাংশের দাবি, আগামী মরসুমে লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামবেন অ্যালোসিয়াস এম। অ্যালোসিয়াস এম মূলত মাঝমাঠের ফুটবলার। উইং বরাবর দৌড়ে আক্রমণ শানাতে দক্ষ। ইতিমধ্যে বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে।

মাঝে এমনটাও কেউ কেউ দাবি করেছিলেন যে অ্যালোসিয়াস লাল হলুদ জার্সি পরেই মাঠে নামবেন। কিন্তু এই সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে বলে ময়দানের একাংশের আশঙ্কা। এমনও শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাঁকে নাকি মূল চুক্তি পত্রই এখনও পাঠানো হয়নি। যার ফলে হাতছাড়া হতে পারেন আরও এক ফুটবলার। যোগ দিতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের অন্য কোনো ক্লাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন