স্বাধীনতা দিবসের আগে ৩০ কেজি ওজনের একটি IED উদ্ধার পুলওয়ামায়

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের কাশ্মীরে বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, বুধবার সাত সকালে পুলওয়ামার তাহাব ক্রসিংয়ের কাছে ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি আইইডি…

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের কাশ্মীরে বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, বুধবার সাত সকালে পুলওয়ামার তাহাব ক্রসিংয়ের কাছে ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসের মাত্র কয়েক দিন আগে আইইডি উদ্ধার হওয়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহানির্দেশক (এডিজিপি) বিজয় কুমার বলেন, “পুলওয়ামার সার্কুলার রোডে তাহাব ক্রসিংয়ের কাছে প্রায় ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পুলওয়ামা পুলিশের তৈরি করা নির্দিষ্ট ইনপুটের মাধ্যমে একটি বড় ট্র্যাজেডি এড়ানো গেছে।” এর আগে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গ্রেনেড হামলায় বিহারের এক শ্রমিক নিহত ও আরও দু’জন আহত হন।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলওয়ামার গাদুরা গ্রামে শ্রমিকদের থাকার জন্য একটি তাঁবুতে জঙ্গিরা একটি গ্রেনেড নিক্ষেপ করে। তিনি বলেন, বিস্ফোরণে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছে।