Emami East Bengal : জারি থাকতে পারে গোলরক্ষক সমস্যা

ধাক্কা খেতে পারে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) পরিকল্পনা। হাতছাড়া হতে পারে আরও এক ফুটবলার। লাল হলুদ শিবিরে না-ও আসতে পারেন অ্যালবিনো গোমস।  Advertisements এখনও…

East Bengal Football Club supporters showing their passion and love for the team

ধাক্কা খেতে পারে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) পরিকল্পনা। হাতছাড়া হতে পারে আরও এক ফুটবলার। লাল হলুদ শিবিরে না-ও আসতে পারেন অ্যালবিনো গোমস। 

Advertisements

এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, অ্যালবিনো গোমসকে দলে নিতে উৎসুক ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব। যার মধ্যে ইমামি ইস্টবেঙ্গল রয়েছে বলে জানা গিয়েছিল। লাল হলুদ তাঁকে সই করার দৌড়ে রয়েছে এখনও। এছাড়াও মুম্বই সিটি ফুটবল ক্লাব রয়েছে বলে শোনা যাচ্ছে। এমতাবস্থায় অ্যালবিনোকে যে কোনো একটা দল বেছে নিতে হবে। হয় মুম্বই, নাহলে ইস্টবেঙ্গল। 

বিজ্ঞাপন

ফুটবল মহলে গুঞ্জন, অ্যালবিনো গোমসকে দলে নিতে ইচ্ছুক ইমামি ইস্টবেঙ্গল। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক ইতিমধ্যে ভারতের একাধিক ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন। ইন্ডিয়ান সুপার লিগেও পারফরম্যান্স বেশ ভালো। তাই দল তাঁকে সই করালে অবাক হওয়ার মতো বিষয় হবে না।

চলতি মরসুমে একাধিক টুর্নামেন্টে দল নামানোর কথা রয়েছে ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে অ্যালবিনো ভালো পছন্দ হতে পারে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগেও খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। আইজলের হয়ে খেলার সময় ২০১৬-১৭ মরসুমে জিতেছিলেন আই লিগ।

ক্রমে ভারতীয় ফুটবল আকাশে উত্থান হয়েছে তাঁর। ইস্টবেঙ্গল স্কোয়াডে অভিজ্ঞ গোলরক্ষক বলতে আপাতত রয়েছেন পবন কুমার এবং শুভাশীষ রায় চৌধুরী। তবে শুভাশীষকে কেন্দ্র করে আশঙ্কা রয়েছে। তাঁর ফিটনেস সমস্যা চিন্তার বিষয়। যদিও মেডিক্যাল পরীক্ষায় শেষ পর্যন্ত তিনি উত্তীর্ণ হয়েছেন বলে খবর। তাহলেও রিজার্ভ বেঞ্চ তৈরি রাখা প্রয়োজন।