Emami East Bengal : স্পেনের এই ফুটবলারকে নিচ্ছে লাল-হলুদ!

Jon Gaztañaga

হঠাৎ-ই যেন থমকে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) দল গঠন প্রক্রিয়া। তবে থামছে না জল্পনা। আগামী দিনে লাল হলুদ জার্সি পরে কে খেলবে, না খেলব এই নিয়ে ফুটবল উৎসাহীদের মধ্যে আলোচনার অন্ত নেই। এবার শোনা যাচ্ছে স্পেনের এক ফুটবলারকে।

Advertisements

আরও পড়ুন: অনুব্রত গ্রেফতার সঠিক পদক্ষেপ, রাজনৈতিক মাথাকে ধরুক সিবিআই, ফের মমতাকে নিশানা বিকাশরঞ্জনের

সম্প্রতি শোনা যাচ্ছে জন গাজতানাগা নামের এক স্প্যানিশ ফুটবলারের নাম। পেশাদার ফুটবল কেরিয়ার প্রোফাইল আহামরি কিছু নয়। মাঝারি মানের বলা চলে। তাঁকে ভারতের একাধিক দল সই করাতে আগ্রহী বলে ফুটবল মহলে গুঞ্জন। এমনকি ইমামি ইস্টবেঙ্গলও নাকি তাঁকে দলে নিতে ইচ্ছুক।

আরও পড়ুন: Anubrata Mondal: ‘শ্রাবণে অকাল চড়াম চড়াম ঢাকের শব্দ শোনা যাচ্ছে’

Advertisements

জল্পনা অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগের তিনটি দল জন গাজতানাগাকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে। জামশেদপুর ফুটবল ক্লাব, নর্থ ইস্ট ইউনাইটেড ও ইস্টবেঙ্গলের নাম শোনা যাচ্ছে। যদিও পোক্ত কোনও সূত্র থেকে এই খবর সম্পর্কিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। সেহেতু এই আলোচনাকে আপাতত জল্পনার স্তরে রাখা চলে।

আরও পড়ুন: East Bengal : ইস্টবেঙ্গলের মাঠের হাল দেখে আঁতকে উঠছেন ফুটবলপ্রেমীরা

কে এই জন গাজতানাগা? স্পেনের অনুর্ধ্ব ১৬ ও ১৭ দলে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। মূলত রক্ষণভাগের ফুটবলার। ডিপ ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুই পজিশনেই খেলতে পারেন। ৩১ বছর বয়সী এই স্প্যানিশ কেরিয়ারের শুরুর দিকে খেলেছিলেন রিয়াল সোসিয়াদাদের বি ও সিনিয়র দলে। এর আগে ভারতের মাটিতে তিনি খেলেননি।