Emami East Bengal: বিজয়ার পরেই ইস্টবেঙ্গলের সামনে বড় পরীক্ষা

ডুরান্ড কাপের আবহে ইন্ডিয়ান সুপার লিগের তোড়জোড়। বিজয়ার পরেই মাঠে নামতে পারে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। হয়তো প্রথম ম্যাচেই। সপ্তম বর্ষে পা রাখতে চলেছে…

Emami East Bengal

ডুরান্ড কাপের আবহে ইন্ডিয়ান সুপার লিগের তোড়জোড়। বিজয়ার পরেই মাঠে নামতে পারে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। হয়তো প্রথম ম্যাচেই।

সপ্তম বর্ষে পা রাখতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। সব ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর হতে পারে প্রতিযোগিতার প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে পারে ইমামি ইস্টবেঙ্গল। উল্টো দিকে হয়তো কেরালা ব্লাস্টার্স। বিজয়ার পরেই এই ম্যাচ হতে পারে। দুর্গা পুজোর সময়েও প্রস্তুতির মধ্যে থাকতে হবে লাল হলুদ ব্রিগেডকে।

দল এখনও পুরোপুরি তৈরি নয়, এ কথা আগেই বলেছেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন। চলতি ডুরান্ড কাপেও ইস্টবেঙ্গলের খেলা খুব একটা জমাট মনে হয়নি। তার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। স্টিফেন যখন প্রথম অনুশীলন শুরু করেছিলেন, তখন হাতে পাননি পুরো স্কোয়াড। এখনও দল গোছানোর কাজ চলছে।

Advertisements

ইস্টবেঙ্গল আগামী দিনে আরো ভালো খেলবে এই আশায় রয়েছে লাল হলুদ সমর্থকরা। লাল হলুদ ব্রিগেড সহ ইন্ডিয়ান সুপার লিগের বেশিরভাগ দলই ডুরান্ড কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন। ফলত এখনকার পারফরম্যান্সের সঙ্গে আগামী দিনের পারফরম্যান্সের তফাৎ যে থাকবে এমনটা আশা করা যায়। ডুরান্ডের সময়কালে প্রস্তুতি ঠিক মতো হলে ইস্টবেঙ্গল গত কয়েক মরসুমের গ্লানি ঘোচালেও ঘোচাতে পারে।