Raghu Nandy: এবার ইস্টবেঙ্গল তারকা বিহীন দল- রঘু নন্দী

স্টিফেন কনস্টানটাইনের ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকে আশাবাদী হলেও ময়দানে পোড়খাওয়া কোচ রঘু নন্দী (Raghu Nandy) অবশ্য খুব একটা আশার আলো দেখছেন না। ইস্টবেঙ্গল দল প্রসঙ্গে জিজ্ঞাসা…

East Bengal, football,Raghu Nandy

স্টিফেন কনস্টানটাইনের ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকে আশাবাদী হলেও ময়দানে পোড়খাওয়া কোচ রঘু নন্দী (Raghu Nandy) অবশ্য খুব একটা আশার আলো দেখছেন না। ইস্টবেঙ্গল দল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রঘু বলেন, ‘ অন্য দলগুলো ইস্টবেঙ্গলের তুলনায় অনেক গোছানো। এবার বলা যেতে পারে ইস্টবেঙ্গল তারকা বিহীন দল।
যে পাঁচজন বিদেশিকে সই করিয়েছে তারাও খুব একটা বড় মানের নয়। আইএসএলে যে খুব একটা ভালো পারফরম্যান্স করেছে তা নয়। কিছু নতুন মুখ রয়েছে। তাই এই দলটাকে তৈরি হতে সময় লাগবে ।এই দলটার থেকে এক্ষুনি পারফরমেন্স আশা করাটা অন্যায়।’

এই প্রসঙ্গে রাজীব রঘু বলেন, ‘আমার মতে বরং গতবার যে ইস্টবেঙ্গল টিমটা ছিল সেটা অনেক ভালো দল ছিল। গতবার অরিন্দমের মতো গোলকিপার ছিলেন। কিন্তু কোচ তেমন ভালো ছিল না। এবার অবশ্য কোচ অনেক বড়। দলের মধ্যে লড়াকু মানসিকতা তৈরি করতে পারেন। আমার মতে গতবারের দলটাকে যদি স্টিফেন পেতেন তাহলে রেজাল্ট অনেক ভালো হতে পারতো। এবার দলটা কতটা ভালো ফুটবল খেলবে সেটা বলতে পারছিনা, সেটা সময়ের উপর নির্ভর করছে। তবে গতবার যদি এই দলটাকে স্টিফেন পেতেন তাহলে অন্য ফল দেখতে পারতেন

লাল হলুদ সমর্থকরা। তবে আমরা আশায় রয়েছি এই দলটাও ভালো ফুটবল খেলবে। এখন দেখা যাক স্টিফেন দলটা কতটা ভালো ফুটবল খেলাতে পারেন।’