Jordan O’Doherty : ইয়ান হিউমের মতো গোটা মাঠ দৌড়তে পারেন ইস্টবেঙ্গলের জর্ডন

Jordan O'Doherty

ইন্ডিয়ান সুপার লিগের শুরুর দিকে ছিল একের পর এক চমক। নামকরা মার্কি ফুটবলাররা এসেছিলেন। সেই সঙ্গে ইয়ান হিউমের মতো খেলোয়াড়রা ছিলেন। যাঁদের নাম হয়তো ভারতীয় ফুটবল মহলে খুব একটা পরিচিত ছিল না। ক্রমে পরিচিতি বেড়েছিল।

ইয়ান হিউমের খেলা এখনও অনেকের মনে রয়েছে। এটিকের হয়ে বেশ কিছু মনে রাখার মতো ম্যাচ খেলেছিলেন। আক্রমণভাগের ফুটবলার হয়েও দলের প্রয়োজনে রক্ষণে নেমে আসতেন। গোটা মাঠ জুড়ে খেলতেন। ওয়ার্ক লোড প্রশংসনীয়। লোপেজ হাবাসের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন এই কানাডিয়ান।

   

ষষ্ঠ বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল। ২৪ বছর বয়সী জর্ডন ও’ডোয়ার্টি খেলবেন লাল হলুদ জার্সি পরে। তাঁর খেলার বেশ কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় রয়েছে। অক্লান্ত পরিশ্রম করতে পারেন এই ফুটবলার। গোটা মাঠ জুড়ে দৌড়তে পারেন। প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিতে দক্ষ। ফুটবল পরিভাষায় বল স্ন্যাচিংয়ে তিনি বেশ ভালো।

হিউম ছিলেন আক্রমণভাগের ফুটবলার। জর্ডন মাঝমাঠের। উইং এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন। বেশিরভাগ ম্যাচ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন। সতীর্থদের উদ্দেশ্য নিখুঁত পাস বাড়াতে পারেন। আক্রমণভাগে বাড়াতে পারেন থ্রু বল। ইস্টবেঙ্গলের মাঝমাঠের ওপর বিদেশি অ্যালেক্স লিমার সঙ্গে জুটি বাঁধতে পারলে জমে যেতে উঠতে পারে লাল হলুদের মাঝ মাঠ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন