Emami East Bengal: কবে থেকে অনুশীলন শুরু করছে মশালবাহিনী?

ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচটা খুব একটা সুখকর থাকেনি লাল-হলুদের (Emami East Bengal)। কান্তিরাভা স্টেডিয়াম অর্থাৎ বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে ভালো খেলেও পরাজিত হতে হয়েছে…

Emami East Bengal

ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচটা খুব একটা সুখকর থাকেনি লাল-হলুদের (Emami East Bengal)। কান্তিরাভা স্টেডিয়াম অর্থাৎ বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে ভালো খেলেও পরাজিত হতে হয়েছে ক্লেটনদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছে সকলের মধ্যে।

সেই ম্যাচের শুরুতে নাওরেম মহেশের করা গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও পরবর্তীতে রেফারির দৃষ্টি আকর্ষণ করে পেনাল্টি আদায় করেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। সেখান থেকেই সমতায় ফিরে পরবর্তীতে জাভি হার্নান্দেজের গোল। সেই ব্যবধান ধরে রেখেই পরবর্তীতে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। এরফলে ঘরের মাঠে নিজেদের প্রথম জয় তুলে নেয় গতবারের ফাইনালিস্টরা। অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম পরাজিত হয় কলকাতার এই প্রধান।

তবে সমস্ত কিছু কিছু ভুলে, নিজেদের দুর্বলতার দিকেই বাড়তি নজর দেওয়ার কথা জানানো হয় কুয়াদ্রাতের তরফ থেকে। সেইমতো আইলিগের একাধিক শক্তিশালী ফুটবল দলের সঙ্গে ম্যাচ খেলার কথা ভাবা হয় তাদের তরফ থেকে। যার মধ্যে ছিল গোকুলাম কেরালা এফসির মতো দল। মারডেকা কাপ চলাকালীন এই সমস্ত দল গুলির সাথেই নিজেদের শক্তি পরীক্ষা করার কথা শোনা যায় তাদের তরফে।

কিন্তু কবে থেকে অনুশীলনে নামবেলাল-হলুদ ব্রিগেড। সেই নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গিয়েছে, যে আগামী ১৫ ই অক্টোবর থেকে নাকি স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল দল। সঙ্গে থাকবেন সহকারী কোচ বিনো জর্জ। মনে করা হচ্ছে, সেই ম্যাচ থেকেই গোয়া বধের পরিকল্পনা করবেন দলের এই স্প্যানিশ কোচ।