Emami East Bengal : অনুশীলন করতে গিয়ে চোট পেলেন আরও একজন

লাল-হলুদ (Emami East Bengal) শিবির থেকে ফের চোট সংবাদ পাওয়া গিয়েছে। অনুশীলন করতে গিয়ে এক ভারতীয় তারকা ফুটবলার চোট পেয়েছেন বলে খবর। এর আগেও একাধিক…

Sumeet Passi brace for Emami East Bengal

short-samachar

লাল-হলুদ (Emami East Bengal) শিবির থেকে ফের চোট সংবাদ পাওয়া গিয়েছে। অনুশীলন করতে গিয়ে এক ভারতীয় তারকা ফুটবলার চোট পেয়েছেন বলে খবর। এর আগেও একাধিক ফুটবলার চোটের কবলে পড়েছেন।

   

জানা গিয়েছে, অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন মহম্মদ রাকিপ। তাঁর চোট কতোটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে চোট খুব একটা গুরুতর নয় বলেই আশা করা হচ্ছে।

আগামী দিনে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। খেলা হবে নিউটাউনের মাঠে। অনুশীলন ম্যাচের আগে রাকিপের চোট ভাবাতে পারে লাল হলুদ ম্যানেজমেন্টকে। কারণ প্র্যাক্টিস করতে গিয়ে চোট লাগার ঘটনা এই প্রথম নয়।

নিজেদের ঘরের মাঠেই অনুশীলন করছে ইমামি ইস্টবেঙ্গল। মাঠের অবস্থা খুব একটা ভালো না। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ। ইতিমধ্যে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন সার্থক গোলুই, অনিকেত যাদব। এবার রাকিপ। যদিও চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।