Emami East Bengal: এলিয়ান্দ্রকে রিলিজ করে দিচ্ছে ইস্টবেঙ্গল? জানুন সত্যিটা

Eliandro

জল্পনা চলছে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) বিদেশি ফুটবলার এলিয়ান্দ্রকে কেন্দ্র করে। আগামী দিনে ক্লাব তাঁকে দলে রাখবেন কি না, সে ব্যাপারে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে আলোচনা।

এখন প্রশ্ন হল, এই জল্পনার ভিত কতোটা মজবুত? এখনও পর্যন্ত যা খবর তাতে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে এখনই হয়তো রিলিজ করা হচ্ছে না। সামনেই কলকাতা ফুটবল লিগে দল খেলতে নামবে। তার আগে বিদেশি ফুটবলারকে দ্রুত রিলিজ করার মতো সিদ্ধান্ত ক্লাব নেবে বলে ময়দানের অনেকেই মনে করছেন না।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, এলিয়ান্দ্রকে নিয়ে কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি বৈঠকে বসেছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এটিই ছিল নতুন কোম্পানির প্রথম বোর্ড মিটিং। সেখানে ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে আলোচনা হয়েছে অনেকে দাবি করেছেন।

ইন্ডিয়ান সুপার লিগের অন্যান্য দলগুলোর তুলনায় ইস্টবেঙ্গলের অনুশীলন অনেকটা দেরিতে শুরু হয়েছে। কোচ একাধিকবার বলেছেন যে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া হতে এখনও একটু সময় লাগবে। এলিয়ান্দ্রর ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। কারণ দীর্ঘ দিন খেলার বাইরে ছিলেন তিনি। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন অনুশীলনের মাধ্যমে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন