Emami East Bengal FC: লাল-হলুদ ব্রিগেডে সই করল দুই ফুটবলার

ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal FC) এফসিতে দুই তরুণ প্রতিভাবান ফুটবলারকে সই করেছে। ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও’ডোহার্টি এবং ১৮ বছর বয়সী ভারতীয়…

Jordan O'Doherty and Himanshu Jangra

ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal FC) এফসিতে দুই তরুণ প্রতিভাবান ফুটবলারকে সই করেছে। ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও’ডোহার্টি এবং ১৮ বছর বয়সী ভারতীয় উইঙ্গার হিমাংশু জাংরাকে চুক্তিবদ্ধ করেছে।

Advertisements

অস্ট্রেলিয়ায় ২০২১-২২ এ লিগা মরসুমে নিউক্যাসল জেটসের হয়ে ১৮ টি ম্যাচ খেলার পর জর্ডান ফ্রি ফুটবলার হিসেবে ইমামি ইস্ট বেঙ্গলে যোগদান করেছে। জর্ডান অস্ট্রেলিয়ার প্রাক্তন অনূর্ধ্ব ২৩ আন্তর্জাতিক এবং ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) সবচেয়ে কম বয়সী বিদেশীদের মধ্যে থাকবেন।

   

চলতি আগস্ট মাসের শুরুতে ভারতকে অনূর্ধ্ব ২০ SAFF চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম কাণ্ডারি ৫ ম্যাচে তিন গোল করে হিমাংশু জাংরা ২০২২-২৩ মরসুমের জন্য দিল্লি এফসি থেকে লোনে ইমামি ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছে।

হরিয়ানার এই কিশোরী এর আগেও অনূর্ধ্ব ১৫ এবং ১৭ পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করেছে এবং ২০২১ সালে জাংরা বিশ্বজুড়ে গার্ডিয়ানের ৬০ নেক্সট জেনারেশন প্লেয়ারে অন্তর্ভুক্ত হওয়া দ্বিতীয় ভারতীয় ফুটবলার হয়ে উঠেছে।