বেজে গিয়েছে ডার্বির দামামা। সকাল থেকে টিকিট কেনার লাইন। আলোচনায় ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহন বাগান। ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহন বাগান, দুই দলই মরসুমের প্রথম জয়ের সন্ধানে রয়েছে। ডার্বির সন্ধ্যায় প্রতীক্ষার অবসান হতে পারে। তবে পুরো পয়েন্ট এবং বিগত ম্যাচের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল সমর্থকদের অন্তত চিন্তার একটা বিষয় রয়েছে। বলা ভালো একজনকে নিয়ে চিন্তা রয়েছে। তিনি সুমিত পাসি (Sumit Passi)।
সুমিত কোচ স্টিফেন কনস্টানটাইনের খুব প্রিয় একজন ফুটবলার। দলের ভার তাঁর কাঁধে দিতে চাইছেন কোচ। সেই সুমিত পাসি এখন লাল হলুদ জনতার মাথা ব্যথার কারণ। বিগত দুই ম্যাচে পাসির পারফরম্যান্স একেবারেই উল্লেখযোগ্য নয়। ডার্বিতেও ফর্ম খুঁজে না পেলে বিপদে পড়তে হতে পারে দলকে।
রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচেও পুরো সময় মাঠে ছিলেন সুমিত পাসি। প্রথম কয়েক মিনিট মাঠে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আক্রমণ গড়ার ক্ষেত্রেও নিতে পারেননি সদর্থক ভূমিকা। বস্তুত কোচ তাঁকে কোন পজিশনে খেলাচ্ছেন সে বিষয়েও প্রশ্ন রয়েছে। প্রোফাইল অনুযায়ী সুমিত উইং বরাবর রক্ষণ, আক্রমণ দুই ক্ষেত্রেই সাহায্য করতে পারেন। গত দুই ম্যাচের নিরিখে নিজের নামের প্রতি আদৌ সুবিচার করতে পারেননি সুমিত পাসি।