East Benga: আপুয়াকে টিমে নিয়ে আগামীতে চমক দিতে চায় ইস্টবেঙ্গল?

Advertisements ভারতীয় ফুটবল মহলে আপুইয়া নামেই অধিক পরিচিত। মাঝমাঠের এই ফুটবলারকে দলে নিয়েই এএফসির টুর্নামেন্টের পাশাপাশি নতুন মরশুম শুরু করার পরিকল্পনা রয়েছে মশাল ব্রিগেডের (East…

Lalengmawia Apuia

Advertisements

ভারতীয় ফুটবল মহলে আপুইয়া নামেই অধিক পরিচিত। মাঝমাঠের এই ফুটবলারকে দলে নিয়েই এএফসির টুর্নামেন্টের পাশাপাশি নতুন মরশুম শুরু করার পরিকল্পনা রয়েছে মশাল ব্রিগেডের (East Benga)। তবে আগামী ২০২৬ সাল পর্যন্ত মুম্বাই সিটির সঙ্গে চুক্তিবদ্ধ এই তারকা। সেজন্য, ভারতি ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নেওয়ার পরিকল্পনা থাকলেও আদৌ তিনি এই প্রধানে আসতে চাইবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়।

বিজ্ঞাপন