Dylan fox rumours: ইস্টবেঙ্গলে ডিলান ফক্স? জেনে নিন সত্যিটা?

Dylan fox

আরও একজন বিদেশি ফুটবলারকে সই করাতে হবে। ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে হবেন এ বিষয়ে চলছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বহু খেলোয়াড়ের নাম। ডিলান ফক্স (Dylan fox) যার মধ্যে একটি নাম।

Advertisements

আরও পড়ুন: Naihati Gold Cup: প্লাজার জোড়া গোল, চ্যাম্পিয়ন জায়ান্ট কিলার ভবানীপুর

ফুটবল মহলের অনেকে মনে করছেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে পারেন অস্ট্রেলিয়ার কোনো ফুটবলার। কারণ নিয়ম অনুযায়ী এশিয়ান কোটার একজনকে খেলাতেই হবে। জল্পনায় থাকা ডিলান ফক্স অস্ট্রেলিয়ার খেলোয়াড়। এশিয়ান কোটার মধ্যেই পড়েন তিনি।

Emami-East-Benga

আরও পড়ুন: Heavy Rainfall: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাঁধ ভেঙে জলমগ্ন একাধিক গ্রাম

Advertisements

ফক্স ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন। পরীক্ষিত ফুটবলার। ২০২০-২১ মরসুমে নর্থ ইস্ট ইউনাটেদডের হয়ে নিয়মিত খেলেছিলেন। পরে যোগ দিয়েছিলেন গোয়ার ক্লাবে। সেখানেও বেশ কিছু ম্যাচে নেমেছিলেন। গোল করেছিলেন। খেলেন সেন্টার ব্যাক পজিশনে।

আরও পড়ুন: ISL : ড‍্যানিয়াল চিমা চুকুর চুক্তির মেয়াদ বাড়ালো জামশেদপুর এফসি

ডিলানের লাল হলুদ জার্সি পরার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। কারণ রক্ষণে ইতিমধ্যে দুইজন ফুটবলারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। স্পেনের ইভান গঞ্জালেস এবং সাইপ্রাসের নবাগত বিদেশি রক্ষণের ফুটবলার। দুজন ডিফেন্ডার স্কোয়াডের থাকার পর আরও একজন ডিফেন্ডারকে লাল হলুদ শিবির হয়তো দলে নিতে চাইবে না।