Independence Day: বন্দে ভারত স্লোগান সহ কাশ্মীরে সগৌরবে উড়ল তেরঙা

আজ গোটা দেশ স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্তির আনন্দে মেতে উঠেছে। দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে কাশ্মীর, কন্যাকুমারী, ১৫ আগস্টের আনন্দে মেতে…

আজ গোটা দেশ স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্তির আনন্দে মেতে উঠেছে। দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে কাশ্মীর, কন্যাকুমারী, ১৫ আগস্টের আনন্দে মেতে উঠেছে দেশ। এদিকে শ্রীনগরের (Srinagar) লাল চকে পতাকা উত্তোলন করে এবং বন্দে মাতরম স্লোগান দিলেন উপত্যকাবাসী।

অনেকেই শ্রীনগরের লাল চকে সমবেত হন এবং এই সময় তাঁরা তেরঙা উত্তোলন করেন এবং ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের প্রতিটি ঘরে ঘরে জোরকদমে চলছে তেরঙা প্রচার। লোকেরা এই প্রচারাভিযানে অংশ নিয়েছে এবং তাদের নিজ নিজ বাড়িতে পতাকা উত্তোলন করেছিল। জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে তেরঙা উত্তোলনের যে উৎসাহ ও উদ্দীপনা, উদ্দীপনা, তা আগে কখনও দেখা যায়নি। কুলগাম থেকে অনন্তনাগ, শ্রীনগর, সোপোর, জম্মু-কাশ্মীরের প্রতিটি কোণে ত্রিবর্ণ দেখা যায়।

ডাল লেকে জড়ো হয়ে তেরঙা ওড়ান শয়ে শয়ে শয়ে মানুষ। একই সঙ্গে রবিবার শ্রীনগরে একটি অনুষ্ঠানে ১৮৫০ মিটারেরও বেশি লম্বা তেরঙা উত্তোলন করেন সাধারণ মানুষ। এ তথ্য জানিয়ে এক সরকারি মুখপাত্র বলেন, পাঁচ হাজারেরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।