একেই বলে চমক। একসঙ্গে পাঁচ বিদেশি ফুটবলারকেই নিশ্চিত করল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। যার মধ্যে একজন অবশ্যই ইভান গঞ্জালেস।
বৃহস্পতিবার থেকে ইস্টবেঙ্গল কেন্দ্রিক জল্পনার পারদ তুঙ্গে উঠেছিল। শুক্রবার রাতে অবসান। লাল হলুদ জার্সিতে আগামী মরসুমে কোন কোন বিদেশি ফুটবলার খেলবেন সেটা জানা গেল অবশেষে।
কোন কোন বিদেশিকে চূড়ান্ত করল ইমামি ইস্টবেঙ্গল? ইভান গঞ্জালেজ, ক্লেইটন সিলভা, লিমা, চারালামবোস কিরিয়াকউকে ও ইলিয়ান্দ্রো। যার মধ্যে ইভান, লিমা ও ক্লেইটন ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন। বাকি দু’জন ভারতে নতুন।
ইলিয়ান্দ্রো ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কেরিয়ারের অনেকটা সময় লিথুওয়ানাতে কাটিয়েছেন। থাইল্যান্ডেও খেলার অভিজ্ঞতা রয়েছে। গত আড়াই বছরে করেছেন প্রায় ২৩ টি গোল। এছাড়া অপর নবাগত চারালামবোস সাইপ্রাসের জাতীয় দলের ফুটবলার। মাঝমাঠের খেলোয়াড়।