Emami-East Bengal : নতুন কোম্পানির জন্য ইতিমধ্যে করা হয়েছে আবেদন

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব ও ইমামি (Emami ) গোষ্ঠীর যৌথ উদ্যোগে গঠিত হবে নতুন কোম্পানি। সেই কোম্পানি দল নামবে মাঠে। জানা গিয়েছে নতুন কোম্পানির নাম…

Emami and East Bengal Club already applied for new company name

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব ও ইমামি (Emami ) গোষ্ঠীর যৌথ উদ্যোগে গঠিত হবে নতুন কোম্পানি। সেই কোম্পানি দল নামবে মাঠে। জানা গিয়েছে নতুন কোম্পানির নাম নথিকরণ করার জন্য ইতিমধ্যে করা হয়েছে আবেদন।

ফুটবল মহলে যা কানাঘুষো তাতে ইস্টবেঙ্গল সমর্থকদের অপেক্ষা এবার শেষ হওয়ার মুখে। হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা। নতুন কোম্পানির নাম হতে পারে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড।

দিন দুই আগে জানা গিয়েছিল ক্লাব, গোষ্ঠী যৌথ প্রচেষ্টায় নতুন কোম্পানি গড়ার পথে। সূত্রের খবর ছিল, কোম্পানি ও ক্লাবের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তির ব্যাপারে চূড়ান্ত খবর পাওয়া যেতে পারে। লাল হলুদ ক্লাবের তরফে নতুন কোম্পানি গড়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

Advertisements

নতুন কোম্পানি তৈরি হওয়ার প্রক্রিয়া স্বাভাবিক। কারণ ইমামি বিনিয়োগকারী হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পথে। কোম্পানির কাছেই হয়তো থাকছে ক্লাবের মালিকানার সিংহ ভাগ। ক্লাব ও কোম্পানির যৌথ সম্মতিতে তৈরি হবে নতুন কোম্পানি। যার নাম হতে পারে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড।