Emami East Bengal : এলিয়ান্দ্রকে নিয়ে এখন থেকে জল্পনা

Eliandro dos Santos Gonzaga

এলিয়ান্দ্রর দিকে নজর রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তাদের। আশানুরূপ খেলতে না পারলে ম্যানেজমেন্ট বিকল্প কিছু ভাবতে পারে বলেও শোনা যাচ্ছে। সোজা কথা, ভালো না খেললে ইস্টবেঙ্গল থেকে হয়তো বাদ পড়তে পারেন এলিয়ান্দ্র।

Advertisements

বুধবার প্রথম বোর্ড মিটিংয়ে বসেছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কোম্পানির এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে অন্যতম, নজরে এলিয়ান্দ্র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে এবার দলে নিয়েছে লাল হলুদ। আপাতত স্কোয়াডের সঙ্গে অনুশীলন করে নিজেকে আরও ফিট করে তোলার চেষ্টা করছেন। ডুরান্ড কাপে খেলেছেন। গোল করা এখনও বাকি।

   

এলিয়ান্দ্রর পেশাদার ফুটবল প্রোফাইল দারুণ কিছু নয়। প্রচুর ক্লাবে খেলেছেন। কিন্তু কোথাও খুব বেশি দিন স্থায়ী হননি। সব ক্লাবে সফল কিংবা প্রচুর গোল করেছে এমনটাও নয়। বিগত কয়েক মাস ছিলেন মাঠের বাইরে। এমন একজনকে এবার দলে নিয়েছে ইস্টবেঙ্গল।

Advertisements

ফুটবল প্রোফাইল চোখ ধাঁধানো না হলেও এলিয়ান্দ্র লাল হলুদ সমর্থকদের মধ্যে ইতিমধ্যে আশার সঞ্চার করেছেন। তার তিনি ভালো পাস বাড়াতে পারেন। শারীরিক গঠন ভালো। ইন্ডিয়ান সুপার লিগের আগে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে পারেন কি না এখন সেটাই দেখার।