শনিবার কলকাতায় এসে হাজির হয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ। এদিন কলকাতার বিমান বন্দরে তাকে নিতে হাজির ছিলেন লাল হলুদের কর্মকর্তারা৷ ইভানের আশার রেশ কাটতে না কাটতেই শহরে আসার জানান দিয়ে দিলো ইস্টবেঙ্গলের আরেক বিদেশি ফুটবলার এলিয়ান্দ্রো (Eliandro Gonzaga)। ইন্সটাগ্রাম স্টোরিতে কলকাতার বিমানে ওঠার খবর শেয়ার করেছেন তিনি।
৩২ বছর বয়সী স্ট্রাইকার পজিশনে খেলা এই ফুটবলার।কিন্তু পরিসংখ্যান অনুযায়ী খুব বেশি গোল করেননি।২০০৯ থেকে সিনিয়র পর্যায়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন তিনি। নামকরা ক্লাবের হয়ে এসেছিল খেলার সুযোগ। খাতায় কলমে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন ক্রুজেইরোর সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু খুব কম ম্যাচেই মাঠে নেমেছিলেন। অধিকাংশ সময়ে তাঁকে লোনে পাঠানো হতো। অন্য ক্লাবে গিয়ে যে প্রচুর গোল করেছেন এমনটা নয়। পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে একাধিক ক্লাবে খেলছেন এলিয়ান্দ্রো।
থাইল্যান্ডের সমুত প্রাকান সিটির হয়ে খেলার পর আসছেন ইস্টবেঙ্গলে। সেখানে ১৫ ম্যাচে ৩ গোল করেছেন বলে জানা যায়। শেষ তিনটি ক্লাবে সব মিলিয়ে খেলেছেন ৪১ ম্যাচ। করেছেন ১১ গোল।