৬ মাসের প্রচেষ্টার পর মেসির প্রাক্তন দলের কোচকে চূড়ান্ত করল চার্চিল ব্রাদার্স

ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স ( Churchill Brothers)। দেশের ফুটবল ইতিহাসের পাতায় সর্বদা লেখা থাকবে গোয়ার এই ক্লাবের নাম।

edgardo malvestiti

ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স ( Churchill Brothers)। দেশের ফুটবল ইতিহাসের পাতায় সর্বদা লেখা থাকবে গোয়ার এই ক্লাবের নাম। ভারতীয় ফুটবল মহলে আরও একবার সাড়া ফেলে দিয়েছে চার্চিল ব্রাদার্স। টানা ছয় মাসের প্রচেষ্টার পর লিওনেল মেসির প্রাক্তন দলের কোচকে নিশ্চিত করেছে তারা। আসন্ন মরসুমে চার্চিল ব্রাদার্সের হেড কোচের ভূমিকায় Edgardo Malvestiti।

সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টের মাধ্যম এডগার্ডো ম্যালভেসতিতির আগমণ বার্তা দিয়েছে চার্চিল ব্রাদার্স। ক্লাবের পক্ষ থেকে করা ফেসবুক পোস্টে বলা হয়েছে, “আপনি যখন আর্জেন্টিনার কথা বলবেন তখন প্রথম যে বিষয়টি মাথায় আসে তা হল ফুটবল। এরপর ক্রমে মাথায় আসবে দুই কিংবদন্তির নাম – দিয়েগো মারাদোনা এবং লিওনেল মেসি। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, টানা ৬ মাসের আলোচনার পরে নিওয়েল ওল্ড বয়েজের ক্যাপ্টেন সেই জাহাজে উঠেছেন যা সারা বিশ্ব ঘুরে আমাদের প্রিয় গোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।”

প্রশিক্ষক হিসেবে এডগার্ডো ম্যালভেসতিতির প্রোফাইল চোখে পড়ার মতো। একাধিক সম্মান জিতেছেন নিজের কোচিং কেরিয়ারে। আর্জেন্টিনা, বলিভিয়া, এল সালভাদর, পেরুর মতো দেশে কাজ করে নিজের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করেছেন ৫৬ বছর বয়সী এই এডগার্ডো। Bolivian League, Aerosur Cup লীগ জিতেছেন তিনি। দলকে Copa Sudamericana-তে যোগ্যতা অর্জন করিয়েছিলেন তিনি।

নতুন কোচকে স্বাগত জানিয়েছে চার্চিল ব্রাদার্সের হেড পক্ষ থেকে বলা হয়েছে, “ওনার জেতার মানসিকতা প্রথম দিন থেকে আমাদের ক্লাবে প্রবেশ করবে। এবং আমরা নিশ্চিত, আসন্ন মরসুমের আই লীগ এবং তিলক ময়দান দারুণ কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে।”