বেঙ্গালুরু এখন অতীত, থাই লিগে খেলতে চলেছেন এই ফুটবলার?

গত মরসুমে অনবদ্য ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি। আটকে যেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে।…

Bengaluru FC Finalizes Spanish Right Winger Edgar Mendez

গত মরসুমে অনবদ্য ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি। আটকে যেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল হোসে মোলিনার ছেলেরা। পুরনো সেই হতাশা কাটিয়ে এবার এই নতুন সিজনে সাফল্য পাওয়ার পরিকল্পনা নিয়েই ঘর সাজাতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। সেজন্য দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনে যথেষ্ট চমক দিয়েছিল কতৃপক্ষ।

যার মধ্যে অন্যতম ছিলেন এডগার মেন্ডেজ (Edgar Mendez)। পুরনো চুক্তি অনুযায়ী চলতি বছরের মে মাসেই শেষ হয়ে গিয়েছিল সেই মেয়াদ। সেজন্য, গত কয়েক মাস আগেই দাপুটে পারফরম্যান্সের দরুণ এডগার মেন্ডেজের সঙ্গে আরও একটি মরসুমের চুক্তি বাড়িয়ে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারত দলের উইংকে। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু গত কয়েক মাসে বদলে গেছে সমস্ত কিছু। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের আয়োজন ঘিরে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। এই অবস্থায় ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে দলের খেলোয়াড়দের সঙ্গে চুক্তির স্থগিতাদেশ আনতে বাধ্য হয়েছিল একাধিক ফুটবল ক্লাব।

   

যার মধ্যে ছিল আইএসএল জয়ী এই বেঙ্গালুরু এফসি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁকে রিলিজ করে দিতে বাধ্য হয়েছিল জিন্দালের ফুটবল ক্লাব। নিজেদের সোশ্যাল সাইটে তা নিশ্চিত করেছি কর্নাটকের এই দল। সেখানে এই ফুটবলারের ছবি আপলোড করে লেখা হয়েছিল যে বেঙ্গালুরু এফসি এবং এডগার মেন্ডেজ পারস্পরিকভাবে আলাদা হতে সম্মত হয়েছে। ক্লাবে অবদানের জন্য বিএফসি পরিবার স্প্যানিয়ার্ডকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য তার শুভকামনা জানায়। এমন ঘোষণা নিঃসন্দেহে ব্যাপক হতাশ করেছিল দলের সমর্থকদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কোথায় যোগদান করতে পারেন এই স্প্যানিশ।

Advertisements

প্রথমদিকে একাধিক আইএসএল ক্লাবের নাম উঠে আসতে শুরু করলেও তা চূড়ান্ত হয়নি। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে এবার থাই লিগে যোগদান করতে চলেছেন এই তারকা। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে পিটি প্রাচুয়াপ এফসির জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সেটি।