Real Madrid: আগামী মাস থেকেই রিয়ালের জার্সিতে ফিরছেন এই ব্রাজিলিয়ান

গতবছরের আগস্টে লা লিগার ম্যাচে বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল স্পেনের অন্যতম সেরা‌ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ (Real Madrid)।‌  রড্রিগো ও বেলিংহ্যামদের অনবদ্য পারফরম্যান্সের দরুন দুই গোলের…

Brazilian Eder Militao

গতবছরের আগস্টে লা লিগার ম্যাচে বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল স্পেনের অন্যতম সেরা‌ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ (Real Madrid)।‌  রড্রিগো ও বেলিংহ্যামদের অনবদ্য পারফরম্যান্সের দরুন দুই গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল কার্লো আনচেলত্তির ছেলেরা। কিন্তু শেষটা খুব একটা সুখকর হয়নি এই দলের পক্ষে। চোটের কবলে পড়তে হয়েছিল দলের ব্রাজিলিয়ান তারকা এডার মিলিটাওকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ের দরুন হাঁটুতে চোট আসে এই দাপুটে ডিফেন্ডারের। প্রথমদিকে সেরকম কিছু বোঝা না গেলেও পরবর্তীতে পরিষ্কার হয়ে যায় তার চোটের পরিস্থিতি। ম্যাচ পরবর্তী সময়ে রিয়াল কোচের তরফ থেকে প্রেস কনফারেন্স করে এই ব্রাজিলিয়ান তারকার চোটের কথা উল্লেখ করা হয়।

তখন থেকেই মনে করা হচ্ছিল যে এই চোটের দরুন আগামী বেশ কয়েকমাস হয়ত মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ফুটবলারকে। পরবর্তীতে সেই আশঙ্কাই সত্যি বলে বিবেচিত হয়।  বলাবাহুল্য, মিলিটাওয়ের অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সে যে বড়সড় প্রভাব ফেলেছে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে নিজেকে ফিট করে তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এই ফুটবলার। সব ঠিকঠাক থাকলে আর কিছু সপ্তাহ পর ফের রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এডার মিলিটাওকে।

এসবের মাঝেই আগামী একুশে এপ্রিল রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে খেলতে নামবে আনচেলত্তির ছেলেরা। যতদূর শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চলতে থাকলে আসন্ন এই এল ক্লাসিকোর আগেই দলের সঙ্গে যোগ দেবেন মিলিটাও। তা সম্ভব হলে রিয়েল মাদ্রিদের রক্ষণভাগ যে আরও কিছুটা জমাট বাঁধবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।