75 years of independence: স্বাধীনতার ৭৫ বছরে বিশেষ ভাবে সাজবে ইডেন

eden garden

৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে বিশেষ উদ্যোগ নিচ্ছে সিএবি। সকালে জাতীয় পতাকা উত্তোলন হবে। অভিনব পদ্ধতিতে ভারতীয় পতাকা ইডেনে প্রদর্শিত হবে। ক্লাব হাউজের বাইরে প্রজেক্টরে আলো দিয়ে জাতীয় পতাকা প্রদর্শন করার ভাবনায় সিএবি কর্তারা।

Advertisements

ইডেনের বাইরে ক্রিকেটারদের ছবি যেখানে রয়েছে, সেখানে আলোর সাহায্যে জাতীয় পতাকার রঙে সাজানোর কথা ভাবা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির সেলিব্রেশন সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই বাইরের অংশ সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি ইডেনে ম্যাচ থাকলেই বাইরে লেজার শো দেখা যায়। স্বাধীনতা দিবসের এই আলোকসজ্জাও সেই একই সংস্থাকে দেওয়া হয়েছে।

এদিকে বুধবার কলকাতায় পৌঁছেই বাংলার প্র্যাক্টিসে উপস্থিত ডব্লিউ ভি রমন। এবার প্রাক্তন ভারতীয় ওপেনারের ব্যাটিং পরামর্শদাতা হয়ে জুটি বাঁধা বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে। ৫০ দিনের জন্য তাকে নিয়ে এসেছে সিএবি। বুধবার বিকেলে ইডেনের ইন্ডোরে অভিমন্যু, অনুষ্টুপদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান রমন। বাংলার ব্যাটারদের টিপস দেন, নেটে ব্যাটিং-এর সময় টেকনিকের ত্রুটি-বিচ্যুতি নিয়েও পরামর্শ দিতে দেখা যায় তাকে।

Advertisements

একইদিনে বাংলার প্রাক্তন পেসার অশোক দিন্দাকেও বাংলা দলের সঙ্গেই অনুশীলন করতে দেখা গেল। জানা গিয়েছে। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হবে লেজেন্ডস লিগ। সেখানে ব্রায়ান লারা, সৌরভ গঙ্গোপাধ্যায়, ডেল স্টেইনদের সঙ্গে তিনিও খেলবেন। তারই প্রস্তুতি শুরু করলেন দিন্দা।