East Bengal : খুব তাড়াতাড়ি আনন্দ সংবাদ পেতে পারেন লাল হলুদ সমর্থকরা

East Bengal Club

নতুন করে আশার আলো দেখছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের একাংশ। গুঞ্জন, শীঘ্রই সুখবর শোনাতে পারেন ক্লাব কর্তারা। নতুন করে শুরু হয়েছে ইমামি গ্রুপ সংক্রান্ত আলোচনা।

Advertisements

সোমবার সন্ধ্যা থেকে কানাঘুষো, ইমামি গ্রুপের সঙ্গে কথা পাকা করার খুব কাছে রয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব। সবকিছু ঠিক থাকলে আনন্দ সংবাদ মিলতে পারে খুব তাড়াতাড়ি।

ইমামি গ্রুপের আলোচনা জোর পেলেও অনেকে এই তত্বে আস্থা রাখতে পারছেন না। কারণ এর আগে বহুবার আশার সঞ্চার হয়েও শেষ পর্যন্ত পূরণ হয়নি। গত মাসের এক সাংবাদিক সম্মেলনে ইতিবাচক কথা শুনিয়েছিলেন কর্তারা। এরপর নতুন মাসের দশ তারিখ পড়ে গেলেও বিনিয়োগকারী বা স্পনসর কোনও ব্যাপারেই পোক্ত খবর পাওয়া যায়নি। ক্লাবের চার দেওয়ালের বাইরে যতটুকু খবর এসেছে সেটা অনেকটাই জল্পনা নির্ভর।

Advertisements

অবশ্য ইমামি গ্রুপের জল্পনা এই প্রথম নয়। এর আগে অন্তত বার দুয়েক নামকরা এই কোম্পানির নাম শোনা গিয়েছিল। তখনও অবশ্য নিশ্চিত করে কিছু বলা যায়নি। কারণ জল্পনার তালিকায় বহু কোম্পানির নাম রয়েছে। শেষ পর্যন্ত কী হয় তা জানতে অধীর অপেক্ষায় ক্রীড়া প্রেমীরা।