ফ্রান সোটাকে ঘিরে লাল-হলুদ জনতা ‘শাপমুক্তি’র প্রত্যাশায়

Sports::ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ জানুয়ারি, শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান…

Sports::ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ জানুয়ারি, শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান আনুষ্ঠানিক নামকরণ) টিমের কাছে এই খেলা শুধু একটা ম্যাচ নয়!’ইজ্জতের লড়াই।’ এই ইজ্জতের লড়াইতে লাল হলুদ জনতার আশা ভরসা নতুন স্প্যানিশ মিডফ্লিডার ফ্রান্সিসকো হোসে সোটাকে নিয়ে।

মরসুমের মাঝপথে ‘ড্যামেজ কন্ট্রোলে’র জন্য উড়িয়ে আনা হয়েছে স্প্যানিশ মিডিও ফ্রান সোটাকে। এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিং’র গোলে সেশনের বহু কাঙ্ক্ষিত জয় পেয়েছিল লাল হলুদ জনতা।

   

ISL’এ নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেলেও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) জয়ের ধারাবাহিতার পথে পরের ম্যাচেই হোচট খেয়েছে। গোয়ার বিরুদ্ধে জিতে লীগ টেবিলে ১০ নম্বরে উঠে আবার লাস্ট বয়ের তকমা জার্সিতে সেটে গিয়েছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে গিয়ে।

Advertisements

মরসুমের প্রথম লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ ATK মোহনবাগানের বিরুদ্ধে, গত ISL’এ সেশনের দুই লেগের ডার্বি ম্যাচেই রঙও সবুজ মেরুন। তাই লাল হলুদ জনতা ISL সেশনের মাঝপথে স্বল্পমেয়াদের জন্য স্কোয়াডে আসা স্প‍্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটা’র পানে ‘চাতক পাখির’ মতো চেয়ে রয়েছে। সমর্থকদের একটাই প্রত্যাশা টানা তিন ডার্বি ম্যাচে হারের লজ্জা,গ্লানি থেকে শাপমুক্তি।

‘অঘটন’ ঘটিয়ে স্প‍্যানিশ মিডিও ফ্রান সোটা ‘নিভু নিভু মশালে’র লেলিহান শিখাতে ঘি ঢেলে তেজ বাড়িয়ে তুলবে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে। লাল হলুদ রঙে রাঙিয়ে তুলে সম্মানের সঙ্গে ২০২১-২২ ISL মরসুমের অভিযান শেষ করবে, এমন প্রত্যাশায় দু’চোখের পাতা এক করতে পারছে না লাল হলুদ জনতা আবেগের টানে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News