রেলওয়ে ক্রিকেট চ্যাম্পিয়নশিপে (Railway Cricket Championship) সেরা হয়েছে পূর্ব রেল PLW-তে আয়োজিত প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছে ইস্টার্ন রেল।
দীর্ঘ আঠারো বছর পর এই টুর্নামেন্টে সেরা দল হিসেবে স্বীকৃতি লাভ করেছে পূর্ব রেল। দুটি পূর্বে আয়োজন করা হয়েছিল রেলওয়ে মেন’স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। পয়লা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত খরগপুরে হয়েছিল লিগ পর্ব। পাতিয়ালায় নক আউট পর্ব আয়োজিত হয়েছিল ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। ফাইনাল ম্যাচে দক্ষিণ পশ্চিম রেলওয়েকে হারিয়ে খেতাব জিতেছে পূর্ব রেল। ম্যাচের নায়ক রাজু হালদার।
প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ২৪৭ রান করেছিলাম পূর্ব রেল। ৩০.৩ ওভারে অল আউট দক্ষিণ পশ্চিম রেল। ১৬৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। রাজু একাই ৪ উইকেট নিয়েছিলেন।
দলগত পারফরম্যানসের পাশাপাশি পূর্ব রেলের একাধিক ক্রিকেটার দেখিয়েছেন ব্যক্তিগত দক্ষতা। সবথেকে বেশি রান করে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন রবি সিং (৩৯৬ রান)। ফাইনাল ম্যাচে সবথেকে বেশি রান করেছেন দীপানশু (৭৬ রান)। ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিচারে রবি সিং মেন’স চ্যাম্পিয়নশিপের সেরা অনুর্ধ ২৩ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তথা ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের চিফ প্যাট্রন মিলিন্দ কে দেওস্কার এবং ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার তথা সাম্মানিক সভাপতি শ্রী সৌমিত্র মজুমদার পূর্ব রেলের ক্রিকেট দলকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।