বিপদ সীমার বাইরে CFL ক্লাব

ব্যারাকপুরের মাঠে আচমকা উৎসবের আমেজ। বিপদ সীমার বাইরে ক্লাব। আন্তর্জাতিক ও জাতীয় টুর্নামেন্টের ছায়ায় চলতে থাকা কলকাতা ফুটবল লীগে (CFL) স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রতিযোগিতার অন্যতম…

Eastern Rail Football

ব্যারাকপুরের মাঠে আচমকা উৎসবের আমেজ। বিপদ সীমার বাইরে ক্লাব। আন্তর্জাতিক ও জাতীয় টুর্নামেন্টের ছায়ায় চলতে থাকা কলকাতা ফুটবল লীগে (CFL) স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাব।

কলকাতা ফুটবল লীগে চ্যাম্পিয়ন চূড়ান্ত হয়েছে। কিন্তু খাতায় কলমে লীগ এখনও শেষ হয়নি। সুপার সিক্সের ম্যাচ নিয়ে যেমন আপডেট পাওয়া যাচ্ছে ক্রমাগত, তেমনই লীগ ক্রম তালিকার নীচের দিকে জারি রয়েছে অবনমন বাঁচানোর লড়াই। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে অবনমন বাঁচানোর লড়াইয়ে সফল হয়েছে ইস্টার্ন রেল ফুটবল দল। ইস্টার্ন রেলের পক্ষে ম্যাচের ফল ৩-২।

   

সোমবার ব্যারাকপুরের মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা ফুটবল লীগের দুই দল। ইস্টার্ন রেলের থেকে প্রত্যাশা বরাবর একটু বেশি থাকে। ভালো ফুটবল খেলেও এবার অবনমনের আওতায় চলে গিয়েছিল দল। শেষ রক্ষা হয়েছে। একটি পেনাল্টি পেয়ে গিয়েছিল তারা। রেলিগেশন বাঁচিয়ে খুশির আমেজ স্কোয়াড জুড়ে।

অবনমন এড়াতে পেরে খুশি ইস্টার্ন রেলের প্রধান কোচ। যাবতীয় কৃতিত্ব তিনি দিয়েছেন দলের ফুটবলারদের। মূলত নতুন প্রতিভাদের ওপর নির্ভর করে দল সাজানো হয়েছিল। কোচের মতে, টানা ছয় মাস ধরে কলকাতা ফুটবল লীগ এবার চলেছে। ছেলেরা এতো দীর্ঘ সময় যে দলের সঙ্গে ও অনুশীলনে নিয়মিত ছিল এটার জন্য তিনি কৃতজ্ঞ। বঙ্গীয় ফুটবল নিয়ামকের কাছে কোচের অনুরোধ, আরও একটু আগে শেষ করা হোক কলকাতা ফুটবল লীগ।