Weather: হাওয়া মোরগ জানাল উত্তুরে হাওয়া ঢুকছে কম, এখনই মাফলার নিলে হাঁসফাঁস

Weather: উৎসবের মরশুমের মাঝেই শীত জাঁকিয়ে পড়ার আশা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।…

kolkata winter

Weather: উৎসবের মরশুমের মাঝেই শীত জাঁকিয়ে পড়ার আশা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরের বাকি জেলায় সেই সম্ভাবনা নেই। এছাড়াও আগামি ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামতে শুরু করবে। উত্তরের জেলায় শীত বাধা পাচ্ছে বলেও রিপোর্ট। তবে আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব কয়টি জেলায় আবহাওয়া শুকনো হবে।

জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে।  এই ছয় জেলায় মঙ্গলবার কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বর্ষণ হতে পারে দার্জিলিং, জলপাইগুড়িতে। তবে বুধবার থেকে শনিবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টির পূর্বাভাস নেই।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে কৃষ্ণনগর, চন্দননগরে সুখেই জগদ্ধাত্রী পুজো উপভোগ করতে পারবেন সকলে।

আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

জোড়া ঘূর্ণাবর্তের ফলায় তামিলনাড়ুতে বৃষ্টি চলছে। হালকা হওয়ার সঙ্গে সেখানে মেঘলা আকাশ। তাপমাত্রা সেখানে স্বাভাবিকের থেকে নামতে শুরু করেছে। আইএমডির সতর্কতায় বলা হয়েছে, সেখানে আগামি ২ দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইএমডি বলছে, কেরলেও এই সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ কর্ণাটকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আইএমডি। রাজধানী দিল্লিতে পারদ পতনের সঙ্গে সঙ্গেই ২০ থেকে ২৫ নভেম্বর ঘন কুয়াশার আস্তরণ দেখা যাবে বলেও রয়েছে পূর্বাভাস।