ইন্ডিয়ান সুপার লিগ (ISL) কর্তৃপক্ষ এবং সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে বড়সড় শাস্তির মুখে পড়ল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal)। মাঠ এবং মাঠের বাইরে, দুই জায়গাতেই বর্তমানে প্রবল চাপে লাল-হলুদ শিবির। চলতি মরসুমে একের পর এক হারের ফলে এমনিতেই সমস্যায় ক্লাব। তার মধ্যে এবার অর্থদণ্ডের শাস্তি আরও বড় ধাক্কা দিল ক্লাব এবং তাদের সমর্থকদের জন্য।
ঘটনার সূত্রপাত
কয়েক ম্যাচ আগে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ চলাকালীন, লাল-হলুদ সমর্থকদের একটি টিফো ঘিরে তৈরি হয় বিতর্ক। সেই টিফোতে মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং সর্বভারতীয় ফুটবল সংস্থাকে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে আইএসএলের রেফারিং নিয়েও কঠোর সমালোচনা করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে মোহনবাগান কর্তৃপক্ষ সরকারিভাবে আইএসএলের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইএসএল কমিটি এবং সর্বভারতীয় ফুটবল সংস্থা। এরপরই ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে বড়সড় আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, জরিমানার পরিমাণ লক্ষাধিক টাকা।
সঞ্জীব গোয়েঙ্কার প্রতিক্রিয়া
মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শিল্প মহলে তিনি এই টিফো নিয়ে কঠোর মন্তব্য করেছেন বলেও জানা গেছে। তাঁর মতে, এই ধরনের কাজ শুধুমাত্র ফুটবলের পরিবেশ নষ্ট করে এবং প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলির মধ্যে সম্পর্ক আরও খারাপ করে তোলে।
ইস্টবেঙ্গলের প্রতিক্রিয়া
ইস্টবেঙ্গলের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে ক্লাবের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, তারা বিষয়টি নিয়ে আইএসএলের সঙ্গে আলোচনায় যেতে পারে। এমনিতেই মাঠে পারফরম্যান্সের কারণে চাপে থাকা ইস্টবেঙ্গলের জন্য এই জরিমানা আরেকটি বড় ধাক্কা।
সমর্থকদের প্রতিক্রিয়া
ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ অবশ্য এই শাস্তির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন। তাদের দাবি, ফুটবল মাঠে টিফো এবং ব্যানার একটি সংস্কৃতি। এটি দর্শকদের মত প্রকাশের একটি মাধ্যম, এবং তার জন্য এত বড় শাস্তি অন্যায্য। তবে সমর্থকদের একটি বড় অংশ মনে করছেন এই ধরনের কটাক্ষমূলক টিফো এড়িয়ে চলা উচিত ছিল, যাতে ক্লাবকে কোনো আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়।
আইএসএলের কড়া অবস্থান
আইএসএল কর্তৃপক্ষ এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মাঠে বা গ্যালারিতে এই ধরনের কটাক্ষমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যদি আবারও এমন কিছু ঘটে, তাহলে আরও বড় শাস্তির সম্মুখীন হতে হতে পারে সংশ্লিষ্ট ক্লাব।
বর্তমানে একাধিক ম্যাচে হারের ধাক্কা, তার ওপর লক্ষাধিক টাকার জরিমানা, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এখন দেখার, ক্লাব কর্তৃপক্ষ এই শাস্তির বিরুদ্ধে কোনও আপিল করে কি না, নাকি নিয়ম মেনে জরিমানা মিটিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে এই ঘটনা ইন্ডিয়ান ফুটবলে নতুন এক বিতর্কের জন্ম দিল, যা নিয়ে আগামী দিনেও আলোচনা চলবে।