East Bengal: ইস্টবেঙ্গলের চিন্তার বাড়িয়ে আরও এক ফুটবলার চোটের কবলে

এই নয়া ফুটবল মরশুমের শুরুতেই চোটের কবলে পড়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) দলের নয়া বিদেশী ফুটবলার জর্ডান এলসে।

naorem mahesh

short-samachar

এই নয়া ফুটবল মরশুমের শুরুতেই চোটের কবলে পড়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) দলের নয়া বিদেশী ফুটবলার জর্ডান এলসে। এবারের ডুরান্ড কাপের শুরু থেকে দলের মধ্যমনি হয়ে উঠেছিলেন তিনি। তবে সেই কাপ টুর্নামেন্টের ফাইনালটা খুব একটা সুবিধার ছিল না তার পক্ষে। প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরে বল দখল করতে গিয়ে মাঠেই পড়ে যান তিনি সেখান থেকে চোট।

   

প্রথমদিকে সেরকম কোনো কিছু বোঝা না গেলেও সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। বর্তমানে তিনি রিহ্যাব শুরু করলেও আগামী বেশ কয়েকমাস মাঠে নামতে পারবেন না এই তারকা ফুটবলার। যা নিয়ে হতাশ আপামর লাল-হলুদ জনতা। অপরদিকে, নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে নয়া ফুটবলার খোঁজার কাজ ও শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।

তবে এবার চিন্তা বাড়ল লাল-হলুদ সমর্থকদের। এবার চোটের কবলে ইস্টবেঙ্গল দলের অন্যতম তারকা নাওরেম মহেশ সিং। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার চোট পেয়েছেন দলের এই তারকা উইঙ্গার। গতকাল জাতীয় শিবির থেকে ফিরে এসেছেন এই তারকা ফুটবলার। তবে বুধবার বিকেলে ক্লাবে আসলেও হায়দরাবাদ এফসির সাথে প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যায়নি এই তারকাকে। তবে ম্যাচের পর অন্যভাবে দেখা গেল এই তারকা ফুটবলারকে। মূলত তার ডান পায়ের হাঁটুর নিচে দেখা গেল বড়সড় ব্যান্ডেজ। দেখেই বোঝা যাচ্ছে যে প্রচন্ড অসুবিধা হচ্ছে এই তারকা ফুটবলারের।

কিন্তু আদৌ কতটা গভীর তার এই চোট সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বর্তমানে তার মাঠে ফেরার অপেক্ষায় আপামর সমর্থকরা। পূর্বেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন অজি তরকা জর্ডন এলসে। তারপর এবার চোট পেলেন মহেশ। তবে আইএসএলের শুরু থেকেই হয়ত মাঠে থাকবেন এই পাহাড়ি তারকা।