East Bengal: বড় সমস্যায় পড়লেন ইস্টবেঙ্গলের বহু ম্যাচের নায়ক

Robin Singh

সমস্যায় পড়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) এক প্রাক্তন ফুটবলার। নিজের সমস্যার কথা তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। সমস্যা সমাধানের আশায় ব্রিটিশ হাই কমিশনারের কাছেও সাহায্য চেয়েছেন এই ভারতীয় স্ট্রাইকার।

Advertisements

রবিন সিংয়ের কথা ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চই ভোলেননি। টোলগে ওজবের সঙ্গে রবিন সিংয়ের সেই বিখ্যাত জুটি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে লেখা থাকবে বহুকাল। সেই রবিন সিং সমস্যায় পড়েছেন। সস্ত্রীক ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। রবিনের ভিসা মঞ্জুর হলেও তার স্ত্রীর ভিসা এখনও মঞ্জুর হয়নি বলে সোশ্যাল মিডিয়ায় বলেছেন রবিন সিং।

   

শনিবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ রবিন সিং বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউনাইটেডের খেলা দেখার জন্য আমাদের সেখানে যাওয়ার কথা রয়েছে। আমার একই সময়ে ভিসার জন্য আবেদন করেছিলাম। দুঃখের বিষয় আমার ভিসার আবেদন মঞ্জুর করা হলেও আমার স্ত্রীর ভিসা এখনও মঞ্জুর করা হয়নি।’

Advertisements

https://twitter.com/robin_singh_23/status/1725752783641751674?t=uw5wp3dnZ40ESG8IYBiGQg&s=19

এক সময় ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকারদের মধ্যে গণ্য করা হতো রবিন সিংকে। ইস্টবেঙ্গলের হয়ে খেলে এসেছিলেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। দুই দফায় খেলেছেন ইস্টবেঙ্গলের হয়ে। বেঙ্গালুরু এফসির হয়েও কাটিয়েছেন কেরিয়ারের অন্যতম সেরা সময়। ভারতীয় জাতীয় দলের হয়ে জিতেছেন একাধিক খেতাব।