অসুস্থ ক্রেসপো, ডিফেন্সে বাড়তি নজর বিনো জর্জের

দিনকয়েক আগেই পদত্যাগ করেছেন কার্লেস কুয়াদ্রাত। শেষ মরসুমে তাঁর তত্ত্বাবধানে দল সাফল্য পেলেও এবার শুরু থেকেই ছন্দ হারা থেকেছে ময়দানের এই প্রধান। ডুরান্ড কাপের কোয়ার্টার…

Saul Crespo Under Extra Focus as Coach Bino George

দিনকয়েক আগেই পদত্যাগ করেছেন কার্লেস কুয়াদ্রাত। শেষ মরসুমে তাঁর তত্ত্বাবধানে দল সাফল্য পেলেও এবার শুরু থেকেই ছন্দ হারা থেকেছে ময়দানের এই প্রধান। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর এএফসির চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার ম্যাচে ও পরাজিত হতে হয় দলকে। তারপর সেই একই ধারা বজায় থেকেছে ইন্ডিয়ান সুপার লিগে। টানা তিন ম্যাচে পরাজিত হয়েছে মশাল ব্রিগেড (East Bengal)।

এই পরিস্থিতিতে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্প্যানিশ কোচ। যারফলে তাঁর অবর্তমানে দলের দায়িত্ব পালন করছেন বিনো জর্জ। যারফলে রিজার্ভ দলের পাশাপাশি এবারের ইন্ডিয়ান সুপার লিগের আগামী কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। সূচি অনুযায়ী আগামী ৫ই অক্টোবর টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ। যেখানে লড়াই করতে হবে শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। হাতে সময় খুবই অল্প। তাই গত সোমবার থেকেই বিনোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে গোটা দল।

   

পুরনো সব ভুলে ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম চ্যালেঞ্জ সকলের কাছে। অপরদিকে জুনিয়র দল থেকে সিনিয়র দলে প্রমোট হওয়ার পর যথেষ্ট চনমনে মেজাজে অনুশীলন করছেন হীরা মন্ডল। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। কিছুদিন আগেই ডেঙ্গির কবলে পড়তে হয়েছিল এই স্প্যানিশ ফুটবলারকে। তারপর থেকেই বিশ্রামে রয়েছেন এই তারকা। পাশাপাশি চোটের সমস্যা রয়ে গিয়েছে গ্ৰীক তারকা দিমিত্রিওস ডায়মান্তাকসের।

তাই দ্বিতীয় দিনের অনুশীলনে ও দেখা যায়নি এই তারকাকে। কিন্তু দায়িত্ব গ্ৰহন করার পর থেকেই দলের রক্ষণভাগের দিকে বাড়তি নজর দিচ্ছেন বিনো। বিশেষ করে আনোয়ার আলি থেকে শুরু করে প্রভাত লাকরা এবং হেক্টর ইউস্তের মতো ফুটবলারদের দিকেই বাড়তি নজর দিচ্ছেন তিনি। পরিস্থিতি অনুযায়ী তাঁদের পজিশন বদল করেও অনুশীলন করাতে দেখা যায় কোচকে। যা থেকে পরিষ্কার সমস্ত কিছু।