East Bengal: মশালবাহিনীর পরিকল্পনা প্রকাশ্যে বলে দিলেন গিল

আজ, শনিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলের (East Bengal)ম্যাচ। তার আগে ইন্ডিয়ান সুপার লীগের পক্ষ থেকে দলের তারকা গোলরক্ষক প্রভসুখন গিলের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকারে লাল হলুদ সমর্থকদের…

Prabhsukhan Singh Gill

আজ, শনিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলের (East Bengal)ম্যাচ। তার আগে ইন্ডিয়ান সুপার লীগের পক্ষ থেকে দলের তারকা গোলরক্ষক প্রভসুখন গিলের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকারে লাল হলুদ সমর্থকদের প্রশংসায় ভরিয়েছেন গিল। সেই সঙ্গে দলের পরিকল্পনার আভাস দিয়েছেন।

Advertisements

গত মরসুমের মতো এবারেও ইস্টবেঙ্গলের রক্ষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এগিয়ে থেকেও ম্যাচ থেকে পুরো পয়েন্ট হাতছাড়া করেছে দল। রক্ষণ আরও ভরাট করতে হবে, লাল হলুদ কোচ Carles Cuadrat-এর উদ্দেশ্যে কাতর আবেদন ইস্টবেঙ্গল সমর্থকদের।

বিজ্ঞাপন

দলের রক্ষণ মেরামত সম্পর্কে প্রভসুখন গিল সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের রক্ষণ বিভাগ এখনও পর্যন্ত যথেষ্ট ভাল খেলছে। আমরা কিছু কিছু পরিস্থিতিতে ভাগ্যের সহায়তা পাইনি। খুব ছোট ছোট ভুলে গোল খেয়েছি। আর শুধু রক্ষণ নয়, পুরো দলই রক্ষণকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করে চলেছে।”

গিল মেনে নিয়েছেন যে চাপ রয়েছে। বড় দলে চাপ থাকবে সেটাই স্বাভাবিক। সেই সঙ্গে পাচ্ছেন যথেষ্ট ভালোবাসা। “আমার সৌভাগ্য যে সমর্থকদের এত ভালবাসা পেয়েছি। যে কোনও পেশাদার ফুটবলারের পক্ষে সমর্থকদের ভালবাসা খুবই দরকার। আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলে সমর্থকদের ভালবাসাই আমাদের ফের চাঙ্গা করে তোলে… কলকাতায় এসে এত কম সময়েও যা ভালবাসা পেয়েছি, অসাধারণ।”