Home Sports News Naorem Mahesh Singh: মোহনবাগান টিমে সম্ভবত ইস্টবেঙ্গলের মহেশ

Naorem Mahesh Singh: মোহনবাগান টিমে সম্ভবত ইস্টবেঙ্গলের মহেশ

naorem mahesh

ভারতীয় ফুটবলের অন্যতম সেনসেশন মহেশ সিং (Naorem Mahesh Singh)। ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিতে জ্বলে উঠেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে সুযোগ পেয়ে ইতিমধ্যে জাত চিনিয়েছেন। মোহন বাগান সুপার জায়ান্টের চোখ কি মহেশের দিকে? ইস্টবেঙ্গল সমর্থকদের মনে প্রশ্ন রয়েছে।

Advertisements

ইন্ডিয়ান সুপার লীগে একাধিকবার সাফল্য অর্জন করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। মোহন বাগানকেও নিয়ে গিয়েছেন সাফল্যের শিখরে। এটিকে অতীত, অটুট ফুটবল প্রেম। আগামী দিনে এশিয়ান টুর্নামেন্টে খেলবে মোহন বাগান সুপার জায়ান্ট। তাই ইতিমধ্যে ঢেলে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।

   

নামকরা ভারতীয় ফুটবলার নিশ্চিত করার পাশাপাশি একাধিক হাই প্রোফাইল বিদেশি ফুটবলারকে আগামী দিনে দেখা যাবে সবুজ মেরুন জার্সি পরে। মোটা অংকের অর্থের বিনিময়ে ফুটবলার সই করানোর ব্যাপারে পরিচিত কলকাতার এই দল। সঞ্জীব গোয়েঙ্কা ইতিমধ্যে জানিয়েছেন, টাকা ফ্যাক্টর নয়। দল যেন ভালো হয়।

অতীতে ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলা ফুটবলারকে দলে নিয়েছে পড়শি ক্লাব। হামতের কথা অনেকের মনে রয়েছে এখনও। হামতের পথে কি মহেশ? প্রশ্ন এখনও রয়েছে। তবে এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে মহেশ হয়তো মোহন বাগান সুপার জায়ান্টে যাচ্ছেন না। সবুজ মেরুন শিবির মহেশের জন্য এখনই ঝাঁপাচ্ছে না বলে ময়দানে কানাঘুষো। উঠতি এই ফুটবলারের খেলা আরও একটু দেখে নিতে চাইছে বাগান ম্যানেজমেন্ট। তাই চলতি ট্রান্সফার উইন্ডোতে মহেশের বাগান যাত্রা হচ্ছে না বলেই অনেকে মনে করছেন। তবে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কী হতে পারে সেটা এখনই বলা যাচ্ছে না।

Advertisements