চোটের কারণে আইএসএলে অনিশ্চিত জর্ডান, তবুও থাকতে চান শহরে

jordan Elsey east bengal

এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই লাল-হলুদ (East Bengal ) ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন অজি তারকা জর্ডন এলসে (Jordan Elsey)। প্রয়োজন মতো তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা দেখিয়েছেন বহুবার। তবে ডুরান্ড ফাইনালটা খুব একটা সুখকর থাকেনি জর্ডন ও তার দলের পক্ষে। ডার্বি খেলতে গিয়ে গুরুতর চোট আসে তার পায়ে।

Advertisements

যারফলে, আপাতত কয়েকমাস মাঠের বাইরেই থাকতে হবে এই তারকা ফুটবলারকে। সেইসাথে এবারের এই আইএসএলে অনেকটাই অনিশ্চিত এই তারকা ফুটবলার। সেজন্যই এবার বিকল্প ফুটবলার খোঁজা শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড।

   

গত কয়েকদিন আগে ক্লাবের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয় তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে, “ডার্বি ম্যাচে হাটুর চোটের জন্য কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে অজি তারকা জর্ডন এলসেকে। তবে আমরা সকলেই তার সঙ্গে রয়েছি। আশা করবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন নিজের চেনা ছন্দে।”

তার মধ্যে চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে হিরো আইএসএলের নতুন মরশুম। উক্ত টুর্নামেন্টের প্রথম লেগে জর্ডান এলসেকে যে পাওয়া যাবে না তা ভালো মতোই বুঝতে পারছে ম্যানেজমেন্ট। তবুও তার উপর থেকে ভরসা হারাচ্ছেন না স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

এসবের মাঝেই গত শনিবার মুম্বাইতে অস্ত্রোপচার হয়েছে এই তারকার। যতদূর জানা গিয়েছে, দলের সঙ্গে থেকেই ইস্টবেঙ্গল মেডিক্যাল টিমের সাথে রিহ্যাব করবেন জর্ডান। সেই খবর সামনে আসতেই রীতিমতো খুশি দলের সতীর্থ থেকে শুরু করে সভ্য সমর্থকরা। সকলেই চাইছেন খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসুক অস্ট্রেলিয়ার এই তারকা ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements