ISL: ইস্টবেঙ্গলের আশা শেষ? মোহনবাগান পৌঁছাতে পারে ৫১ পয়েন্টে

East Bengal Mohun Bagan

শেষের দিকে এবারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম পর্ব। এখনও চূড়ান্ত হয়নি কোন কোন দল যাচ্ছে পরের পর্বে। প্লে অফে যাওয়ার দৌড়ে রয়েছে একাধিক দল। পথ কঠিন হলেও সংখ্যার বিচারে এখনও পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক দলের সামনে।

ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের পর কোথায় দাঁড়িয়ে কোন দল? এবারের মতো আইএসএলে ইস্টবেঙ্গলের আশা কি একেবারেই শেষ? জেনে নেওয়া যাক।

   

এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট সর্বোচ্চ ৫১ পয়েন্টে পৌঁছতে পারে যা অন্য যে কোনও দলের সম্ভাব্য সেরা পয়েন্টের চেয়ে বেশি। তাই তারা তাদের বাকি পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতলে এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করলে শিল্ড জিততে পারবে। এছাড়া, আইল্যান্ডার্সকে দুই গোলের ব্যবধানে হারাতে পারলে এবং বাকি চার ম্যাচের তিনটিতে জিতলে শিল্ড জিততে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট।

কলকাতা ডার্বিতে হারের পর লাল হলুদ ব্রিগেডের প্লে অফে ওঠার আশা ধাক্কা খেয়েছে। ইস্টবেঙ্গলকে এখন তাদের বাকি সমস্ত ম্যাচ জিততে হবে এবং আশা করতে হবে যে বেঙ্গালুরু এফসি পয়েন্ট হারাবে। বেঙ্গালুরু এফসি ছাড়াও পাঞ্জাব এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়িন এফসি এবং জামশেদপুর এফসির পয়েন্ট হারানোর দিকে নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে। মোট কথা, ইস্টবেঙ্গলকে বাকি সব ম্যাচ জিততে হবে ও প্লে অফের দৌড়ে থাকা অন্য দলগুোলকে পয়েন্ট খোয়াতে হবে। তবেই ফের জ্বলে উঠতে পারে লাল হলুদ মশাল

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন