চলতি মাসের শুরুতেই ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। যারফলে এবার লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে হেক্টর ইউস্তেকে (Héctor Yuste)। গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। জিতিয়েছিলেন আইএসএলের লিগ শিল্ড। কিন্তু নয়া মরসুমে আর তাঁকে দলে রাখেনি পড়শী ক্লাব। সেই সুযোগ কাজে লাগিয়েই আইএসএলের এই চেনা মুখকে দলে টেনেছে মশাল ব্রিগেড।
কিন্তু ভিসা জনিত সমস্যার ফলে এখনও পর্যন্ত শহরে আসতে পারেননি এই চেনা মুখ। যা নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। তবে এবার উঠে আসলো এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারের মধ্যেই ভিসা হাতে পেয়ে গিয়েছেন হেক্টর ইউস্তে। তাই খুব শীঘ্রই শহরে আসতে চলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
যা নিঃসন্দেহে স্বস্তি দেবে লাল-হলুদ সমর্থকদের। উল্লেখ্য, গতবারের মতো এই মরসুমে ও চিন্তায় রাখছে রক্ষণভাগ। হিজাজি মাহের থেকে শুরু করে প্রভাত লাকরার মতো ফুটবলারদের নামানো হলেও গোল হজম করার অভ্যাস এখনও থেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। যার প্রভাব দেখা দিয়েছে ম্যাচের মধ্যে। আনোয়ার আলিকে পড়শী ক্লাব থেকে ছিনিয়ে আনা হলেও সবে একটা দিন দলের অনুশীলন করেছেন তিনি।
এই পরিস্থিতিতে আসন্ন ডার্বি তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখেই দল সাজাতে পারেন কোচ কার্লেস কুয়াদ্রাত। অন্যদিকে, দলের ভালো পারফরম্যান্স থাকলে ডুরান্ড কাপের পরবর্তীতে রাউন্ডে খেলতে পারেন হেক্টর ইউস্তে।